author image
প্রতিভা প্রকাশ

মানসম্মত ও নির্ভুল গ্রন্থপ্রকাশ সবসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বুকে ধারন করে Ôতারুণ্যেও প্রেরণায় ঐতিহ্যের চেতনায়Õ এই স্লোগানকে সামনে নিয়ে ২০০৯ থেকে বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশ প্রকাশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। সূচনালগ্ন থেকে প্রমিত বানান রীতিতে মানসম্মত বই করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সময়ের ধারাবাহিকতায় খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, থ্রিলার, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, শিশুসাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের চার শতাধিক বই প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাঙালিদের বইও প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। ২০০৯ থেকে নিয়মিতভাবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও বিভাগীয় ও জেলাভিত্তিক বইমেলা, স্কুলমেলা, কলকাতা বইমেলায় প্রতিভা প্রকাশ অংশগ্রহণ করে থাকে। শুধু তাই নয় সারা বছরই কলকাতায় প্রতিভা প্রকাশ এর বই পাওয়া যায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর এর বইকেনা প্রকল্পে ২০০৯ থেকে নিয়মিত ভাবে প্রতিভা প্রকাশের বই নির্বাচিত হয়ে আসছে। এছাড়াও বিভিন্ন এডুকেশন প্রজেক্টে প্রতিভা প্রকাশের বই তাদের পরিচালিত স্কুল পাঠাগারের জন্য নির্বাচিত হয়েছে।

প্রতিভা প্রকাশ এর বই সমূহ

Showing 41 to 44 of 44 Books

বাতিঘর

মূল্য

লেখক

মূল্য

লেখক