
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ ও লেখক। তিনি ৫ জুলাই ১৯৪৫ সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট এমসি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। তিনি সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। লেখক হিসেবে, নুরুল ইসলাম নাহিদের উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে *"বঙ্গবন্ধুর আদর্শ, লক্ষ্য ও সংগ্রাম"* (২০০৭) এবং *"রাজনীতির সুস্থধারা পুনরুদ্ধারের সংগ্রাম"* (২০০৯)। তবে, *"তোমায় দিলাম হলদে ফুলের সুখ"* নামে কোনো গ্রন্থের তথ্য বর্তমানে পাওয়া যায়নি।
নুরুল ইসলাম নাহিদ এর বই সমূহ