
Tridib Kumar Chatterjee
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (জন্ম: ৩০ অক্টোবর ১৯৫৮, কলকাতা) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, সম্পাদক এবং প্রকাশক। তিনি খ্যাতনামা সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র এবং গণিতজ্ঞ অবনীভূষণ চট্টোপাধ্যায়ের পৌত্র। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জনকারী ত্রিদিবকুমার তাঁর সাহিত্যিক জীবন শুরু করেন 'কিশোর ভারতী' পত্রিকার মাধ্যমে, যা তাঁর পিতার প্রতিষ্ঠিত। তাঁর প্রথম উপন্যাস 'হাত' এবং প্রথম প্রকাশিত বই 'ছায়া-মূর্তি'। তিনি কিশোরদের জন্য জনপ্রিয় বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র 'জগুমামা' সৃষ্টি করেছেন এবং রহস্য, কল্পবিজ্ঞান ও ইতিহাসভিত্তিক সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। বর্তমানে তিনি 'পত্র ভারতী' প্রকাশনা সংস্থার কর্ণধার এবং 'কিশোর ভারতী' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক হিসেবেও কর্মরত। তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার (২০০৭) এবং বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (২০২৩) সহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
Tridib Kumar Chatterjee এর বই সমূহ