নিজামউদ্দিন আহমেদ
স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ একজন বাংলাদেশী স্থপতি, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সাবেক উপাচার্য। তিনি ১৯৫১ সালে বরিশাল রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব হেমায়েতউদ্দিন আহমেদ ও বেগম জোহারা আহমেদ। ১৯৬৯ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক সার্টিফিকেট, ১৯৭২ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ১৯৭৯ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক এবং ১৯৮৭ সালে তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। গ্রন্থসমূহ : কিশোর বিশ্বস্থাপত্য ইত্যাদি।
নিজামউদ্দিন আহমেদ এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books