author image
আবুল হাসনাত

আবুল হাসনাত কবি ও সাংবাদিক। তিনি মাহমুদ আল জামান নামে কবিতা লেখেন। তাঁর জন্ম ১৭ জুলাই ১৯৪৫ সালে পুরনো ঢাকায়। ষাটের দশক থেকে কাব্যচর্চার সূত্রপাত। ঝঞ্ঝাক্ষুব্ধ ষাটের দশকের প্রতিবাদ ও সংগ্রামমুখর জীবনের প্রতিচ্ছবি যেমন তাঁর কাব্যবিশ্বাসে জায়গা নিয়েছে তেমনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রাপ্তি-অপ্রাপ্তিজনিত আনন্দ-বেদনা, অস্থিরতা, নৈরাশ্য ও সংকটময় মুহূর্তগুলিও তাঁর বোধে প্রবলভাবে নাড়া দিয়েছে। সবকিছুর অন্তরালে ক্রোমন্টিক কাব্যধারারও প্রবল স্রোত তাঁর চেতনায় নীরবে বয়ে গেছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: 'জ্যোৎস্না ও দুর্বিপাক', 'কোনো একদিন ভুবনডাঙায়', 'ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল' ও 'নির্বাচিত কবিতা'। প্রবন্ধগ্রন্থ: 'সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য' ও 'জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য'; শিশু ও কিশোরদের নিয়ে রচিত গ্রন্থ: 'ইস্টিমার সিটি দিয়ে যায়', 'টুকু ও সমুদ্রের গল্প', 'যুদ্ধদিনের ধূসর দুপুর', 'রানুর দুঃখ-ভালোবাসা'; কিশোর জীবনী : 'জসীমউদ্‌দীন', 'চার্লি চ্যাপলিন', 'সূর্যসেন', 'কিশোরসমগ্র' এবং 'প্রত্যয়ী স্মৃতি ও অন্যান্য'। বাংলাদেশের ঐতিহ্যবাহী দৈনিক 'সংবাদে'র সাহিত্য সাময়িকী দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে সম্পাদনা করেছেন। একসময় বাংলাদেশের সাহিত্যের দর্পণ হয়ে উঠেছিল সংবাদ সাময়িকী। বর্তমানে সাহিত্যপত্রিকা 'কালি ও কলমে'র সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক 'শিল্প ও শিল্পী'র তিনি সম্পাদক। ১৯৮২ সালে টুকু ও সমুদ্রের গল্পে'র জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০১৪ সালে অর্জন করেছেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো।


Choose a vibrant image and write an inspiring paragraph about it.
It does not have to be long, but it should reinforce your image.


আবুল হাসনাত এর বই সমূহ

বাতিঘর

মূল্য

প্রকাশনী

মূল্য

প্রকাশনী