অদ্রীশ বিশ্বাস
অদ্রীশ বিশ্বাসের জন্ম ১১ই সেপ্টেম্বর, ১৯৬৮ সালে শ্রীরামপুরে। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পড়েছেন। শিক্ষকতা করেছেন সাউথ পয়েন্ট হাই স্কুল ও রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। একসময় চার্লস ওয়ালেশ ফেলোশিপ পেয়ে পাড়ি জমিয়েছিলেন প্যারিস, রোম, ফ্লোরেন্স ও ভেনিসে। অদ্রীশ বিশ্বাস ২০১৭ সালে আত্মহননে পৃথিবীর মায়ামুক্ত হয়েছেন। গ্রন্থসমূহ : লীলাবতী, মনোত্তমা, সন্দীপন চট্টোপাধ্যায় সম্পর্কে দুটো একটা কথা যা আমরা জানি (সম্পাদনা), সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি, বাঙালির বটতলা ইত্যাদি।
অদ্রীশ বিশ্বাস এর বই সমূহ
Showing 1 to 3 of 3 Books