শরীফুল হাসান
শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহ শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গ্রন্থসমূহ – মৌলিক : সাম্ভালা ট্রিলজি (সাম্ভালা, সাম্ভালা দ্বিতীয় যাত্রা, সাম্ভালা শেষ যাত্রা), ঋভু, আঁধারের যাত্রী, বাতাসে বৃষ্টির ঘ্রাণ, যেখানে রোদেরা ঘুমায়, মেঘ বিষাদের গল্প, ছায়া সময়, কিংকর্তব্যবিমূঢ়, রাত্রি শেষের গান প্রভৃতি। অনুবাদ : ডার্কলি ড্রিমিং ডেক্সটার, মেইজ অব বোনস, কন্ট্রাক্ট উইথ গড। ২০১৭ সালে অদ্ভূতুড়ে বইঘর বইটির জন্য কালি ও কলম ২০১৬ শিশু ও কিশোর সাহিত্যে পুরষ্কার লাভ করেন।
Choose a vibrant image and write an inspiring paragraph about it.
It does not have to be long, but it should reinforce your image.
শরীফুল হাসান এর বই সমূহ