
ড. মণি ভৌমিক
ড. মণি লাল ভৌমিক (জন্ম ৩০ মার্চ ১৯৩১) একজন বিশিষ্ট ভারতীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী, উদ্ভাবক, লেখক ও সমাজসেবক। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তমলুকের শিউরী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে কঠিন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠলেও অদম্য মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে স্বনামধন্য বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। ড. ভৌমিক ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গবেষণারত অবস্থায় এক্সাইমার লেজার প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা আধুনিক ল্যাসিক চোখের সার্জারির অন্যতম ভিত্তি। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি তিনি আধ্যাত্মিকতা, দর্শন ও মানবকল্যাণমূলক চিন্তাভাবনা নিয়ে ব্যাপক লেখালেখি করেছেন। তাঁর অন্যতম গ্রন্থ আমি নরেন: বিদেশে বিবেকানন্দ এবং বিশ্বজীবনী, যেখানে তিনি বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেছেন এবং বিশ্বমানবতার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বিজ্ঞান, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের জন্য তিনি বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন, যার মধ্যে অন্যতম ২০১১ সালে ভারত সরকারের পক্ষ থেকে প্রদান করা চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। তাঁর জীবন ও কর্ম বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগস্থলে এক উজ্জ্বল উদাহরণ হয়ে আছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
ড. মণি ভৌমিক এর বই সমূহ