অমল বড়ুয়া
অমল বড়ুয়া’র সংক্ষিপ্ত পরিচিতি: অমল বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আধারমানিক গ্রামের জমিদারবাড়ীখ্যাত জনুলোথকের বাড়ীতে জন্মগ্রহণ করেন। এস.এস. সি সনদ অনুযায়ী তার জন্ম ২১ জানুয়ারি ১৯৭৯ সাল। তার পিতার নাম সুদত্ত বড়ুয়া ও মাতার নাম ছবি বড়ুয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। অমল বড়ুয়া একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং সে ৭১’র শহীদ বুদ্ধিজীবি শহীদ জিনানন্দ ভিক্ষুর দৌহিত্র। অমল বড়ুয়া একজন তথ্য, তত্ত্ব ও জ্ঞাননির্ভর মননশীল লেখক। তার লেখার উপজীব্য হলো বৌদ্ধদর্শন, রাষ্ট্র ও সমাজ ভাবনাসহ নানান বিষয়। তিনি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন; বিভিন্ন সাময়িকীতেও প্রকাশিত হয় তার লেখা। তার লেখায় আছে বিষয় বৈচিত্র্য। লিখনকে তিনি শিল্প মনে করেন। সেই সঙ্গে পুরনো সময়, কালখন্ড, মানস মানচিত্র এবং সমকালীনতাকে কাছে টেনে দেখার জন্য তাঁর আছে এক স্মৃতিধার্য দুরবীন। সৃষ্টি করেন ভালোলাগার অনির্বচনীয় এক জগত। পাঠের এক বিযুক্ত পরিসর সৃজনই এর একক অভিপ্রেত। তিনি এক নিবিষ্ট হয়ে লিখছেন। এযাবৎকালে তার ২০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। লিখে পেয়েছেন মানুষের ভালোবাসা, সম্মাননা ও পুরষ্কার। ‘সমকালীন আধ্যান’ বইটি প্রবন্ধ গ্রন্থ’, যার জন্য তিনি অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার-২০২২ লাভ করেন। সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ বাংলাদেশ- তাকে ‘এপ্রিসিয়েশন অব মেরিট’ সম্মাননায় ভুষিত করেছেন বৌদ্ধ দর্শনের উপর তার প্রাজ্ঞ লেখা ও গবেষণার জন্য। প্রকাশের ময়ূখে আসার অপেক্ষায় আছে আরও কিছু লেখা।
Choose a vibrant image and write an inspiring paragraph about it.
It does not have to be long, but it should reinforce your image.
অমল বড়ুয়া এর বই সমূহ