
সাদাত হাসান মান্টো
সাদাত হাসান মান্টো উর্দু সাহিত্যের এক ব্যতিক্রমী ও তীক্ষ্ণধী লেখক, যিনি সমাজের বাস্তবতা ও গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে পাঠকদের মনকে নাড়া দিতে সক্ষম হন। তার গল্পগুলোতে বিশেষভাবে দেশভাগের নির্মমতা, মানবজীবনের নিষ্ঠুর বাস্তবতা, সমাজের দ্বিচারিতা ও উপেক্ষিত মানুষের কাহিনি উঠে এসেছে। সাহসী ও অকপট লেখার জন্য তিনি সমকালীন সমাজের সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে তার সাহিত্য বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে। সাদাত হাসান মান্টো ১১ মে ১৯১২ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার সামরালা শহরে জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে প্রবেশের পর তিনি অসংখ্য কালজয়ী গল্প ও রচনা উপহার দিয়েছেন, যা আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত। দেশভাগের পর তিনি পাকিস্তানে চলে যান এবং লাহোরে বসবাস শুরু করেন। কিন্তু অর্থনৈতিক টানাপোড়েন, মানসিক চাপ ও মদ্যপানের আসক্তির ফলে তার জীবন ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। মাত্র ৪২ বছর বয়সে, ১৮ জানুয়ারি ১৯৫৫ সালে, লাহোরে তিনি মৃত্যুবরণ করেন। যদিও তার জীবনকাল ছিল সংক্ষিপ্ত, তবে তার সাহিত্যকর্ম আজও উর্দু সাহিত্যের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হয়।
সাদাত হাসান মান্টো এর বই সমূহ