জাফর আলম
জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজারে জন্মগ্রহল করেন। কলামিষ্ট, অনুবাদক ও সমালােচক হিসেবে জাফর আলম সুপরিচিত। পঞ্চাশের দশকে তিনি সাপ্তাহিক পল্লীবার্তা পরবর্তীকালে পূর্বদেশ, দৈনিক সংবাদ এবং তৎকালীন পাকিস্তান অবজার্ভার (বর্তমানে বাংলাদেশ অবজার্ভার)-এর বগুড়া জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৬৪ সালে তৎকালীন দৈনিক পাকিস্তানে (অধুনালুপ্ত দৈনিক বাংলা) সহ-সম্পাদক হিসেবে এবং পরে জনপদে সিনিয়র সহসম্পাদক হিসেবে যােগদান করেন। ১৯৮০ সালে তথ্য অধিদফতরে তথ্য অফিসার হিসেবে যােগদান করেন। অনুবাদের ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন প্রমা সাহিত্য পুরস্কার (কলকাতা ১৯৯৭), কক্সবাজার সাহিত্য একাডেমী পুরস্কার ২০০৪, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা ২০০৩ এবং বাংলাদেশ জনসংযােগ সমিতির পক্ষ থেকে জনসংযােগ ব্যক্তিত্ব পদক ২০০৬। গ্রন্থসমূহ : বাহাদুর শাহ জাফর: শেষ মুঘল সম্রাট, চম্বল কী রাণী, মুলকরাজ আনন্দ: নির্বাচিত গল্প, কৃষণ চন্দরে শ্রেষ্ঠ গল্প, সিদ্ধার্থ, উপমহাদেশের দাঙ্গার গল্প, সা’দত হাসান মান্টোর প্রবন্ধ কাফনের জামা, দাস্তাম্বু : সিপাহি বিদ্রোহের রোজনামচা ইত্যাদি।
Choose a vibrant image and write an inspiring paragraph about it.
It does not have to be long, but it should reinforce your image.
জাফর আলম এর বই সমূহ