দিলওয়ার হাসান
জন্ম মানিকগঞ্জে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পেশাগত জীবনের শুরম্ন সাংবাদিকতায়, পরে দীর্ঘ সময় কাজ করেছেন বেসরকারি ব্যাংকে। মূলত গল্পকার। প্রশংসা কুড়িয়েছেন আলবের্তো মোরাভিয়া, আইজ্যাক সিঙ্গার, হারম্নকি মুরাকামি, কন¯ত্মানতিন পাউ¯েত্মাভস্কি, রোবের্তো বোলানিওর লেখা অনুবাদ করে। অনুবাদ করেছেন লাতিন আমেরিকার খ্যাতনামা লেখকের অনেকগুলো গল্প। উলেস্নখযোগ্য গ্রন্থ : গল্প : আদম ও ইভের গল্প, ও¯ত্মাদ নাজাকাত আলি কর্নেলকে একটা চিঠি লিখেছিলেন, সরলা এরেন্দিরা ও ডানাকাটা পরি, জনাকীর্ণ গুলি¯ত্মানে জাদুবা¯ত্মবতার মহলা। অনুবাদ : অন্যদেশের গল্প, আলবার্তো মোরাভিয়া-র টু উইমেন, আইজ্যাক সিঙ্গারের ছোটগল্প, হারম্নকি মুরাকামির শ্রেষ্ঠগল্প, রোবের্তো বোলানিও-র পৃথিবীতে শেষ সন্ধ্যা ও অন্যান্য গল্প, উমবের্তো একো-র তিন নভোচারী। শখ : সিনেমা, সঙ্গীত, শিল্পকলা, ভ্রমণ ও সাংবাদিকতা।
দিলওয়ার হাসান এর বই সমূহ
Showing 1 to 4 of 4 Books