ড. মোহাম্মদ আমীন
ড. মোহাম্মদ আমীন শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা নুরুল ইসলাম ও মাতা সকিনা বেগম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি নানা বিষয়ে তার লেখা গ্রন্থসংখ্যা ১৪০ টি। গ্রন্থসমূহ : বাংলা বানান কোথায় কী লিখবেন, ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ, প্রমিত বাংলা বানান বিধি, বাংলা বানানে শব্দের ফাঁক-ফোকর, বাংলা শব্দের পৌরাণিক উৎস ইত্যাদি।