সুনন্দা সিকদার
সুনন্দা শিকদার (জন্ম ১৯৫১) একজন ভারতীয় বাঙ্গালী লেখিকা। ১৯৪৭ এ ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) দিগপাইত গ্রামে ওনার জন্ম। ওনার জন্মের পর ১৯৫০এর দশকেই ওনার পরিবার কলকাতা চলে আসেন। ২০০৮ সালে ওনার স্মৃতিকথা 'দয়াময়ীর কথা প্রকাশিত হয় ও প্রবল জনপ্রিয়তা লাভ করে। বইটি আনন্দ পুরস্কারে সন্মানিত হয় এবং পেঙ্গুয়িন ইন্ডিয়া থেকে এর ইংরেজি অনুবাদ A Life Long Ago (আ লাইফ লং এগো) প্রকাশিত হয়।
সুনন্দা সিকদার এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books