অরুণকুমার বসু
অধ্যাপক অরুণকুমার বসুর জন্ম ১৯৩৩ সালের ২৪ মার্চ ব্রিটিশ ভারতের কলকাতায়। পড়াশোনা কলকাতায়। বাংলা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা ও গবেষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক ছাড়াও বহু সম্মান ও পুরস্কার লাভ করেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে 'রবীন্দ্রতত্ত্বাচার্য' উপাধিতে ভূষিত করে। পশ্চিমবঙ্গ সরকার তার "নজরুল-জীবনী" গ্রন্থটির জন্য নজরুল পুরস্কার প্রদান করে। তিনি ২০১৬ সালের ৪ ডিসেম্বর রবিবার কলকাতায় প্রয়াত হন। গ্রন্থসমূহ : নজরুল : জীবনী, রবীন্দ্র–বিচিন্তা, শক্তিগীতি–পদাবলী, বাংলা কাব্যসংগীত ও রবীন্দ্রসংগীত, ক্ষণিকের বাণীশিল্পী রবীন্দ্রনাথ, যেথা এই চৈত্রের শালবন, বৈকালীর গান, আমার আপন গান, সমকালের রবীন্দ্রভাবনা, কথাশিল্পের নানাদিক, সলিল থেকে সুমন এবং তারপর, রাশিয়ার চিঠি ও রবীন্দ্রনাথের রাশিয়া ভাবনা প্রভৃতি।
Choose a vibrant image and write an inspiring paragraph about it.
It does not have to be long, but it should reinforce your image.
অরুণকুমার বসু এর বই সমূহ