নুরুল করিম নাসিম
নুরুল করিম নাসিম জন্মগ্রহণ করেছেন ঢাকায় ২৫ মে ১৯৫১ সালে। তার কবিতায় আমাদের সমাজ-সংস্কৃতি-নিজস্ব আবেগ-দেশীয় আবহ- প্রকৃতিপ্রেম প্রতিভাত হয়েছে। ২০১৮ সালের বইমেলায় তার ‘নির্বাচিত কবিতা’ প্রকাশিত হয়। এই গ্রন্থের কবিতাগুলোতে আমরা কবি নুরুল করিম নাসিমের নিজস্ব উচ্চারণ শুনতে পাই। তার অন্যান্য গ্রন্থের মধ্যে- ‘নির্বাচিত কবিতা’, ‘ভগ্নাবশেষ’, ‘যে যার ভ‚মিকায়’, ‘যে শহরে এখন শেষ রাত’, ‘যে যায় সে যায়’, ‘বাইরের জানালা’, ‘তিন ভুবনের যাত্রী’, ‘বিজন বাড়ি নেই’, ‘গুড মর্নিং গুরুদেব’, ‘শিপুর দিনরাত্রি’, ‘সাক্ষাৎকার ব্যক্তিত্ব ও অন্যান্য’, ‘বিশ্বসাহিত্যে কথাশিল্পী তেরো’ ইত্যাদি উল্লেখযোগ্য। ৫ নভেম্বর ২০২০ তারিখে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
নুরুল করিম নাসিম এর বই সমূহ
Showing 1 to 1 of 1 Books