মোহাম্মদ মহসীন পিপিএম
মোহাম্মদ মহসীন পিপিএম (বার) গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরে গোবরা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব আরোজ আলী ও মাতা মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শিক্ষারম্ভ হয়। গোপালগঞ্জ শহরের নবীনবাগে বেড়ে ওঠা, পঠনপাঠন। স্বর্ণকলি স্কুল থেকে যাত্রা শুরু, তারপর গোপালগঞ্জ এস এম মডেল থেকে এসএসসি আর সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ডিগ্রি। মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০০১ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যার জনক। মোহাম্মদ মহসীন লিখতে ভালোবাসেন। ব্যক্তিগত আবেগ, অনুভূতি এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা তার লেখার মূল উপজীব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম-ই তার লেখালেখির মূল প্লাটফর্ম। তার প্রথম প্রকাশিত বই ‘হ্যালো পুলিশ স্টেশন’। পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে আত্মসচেতনমূলক এই বই। ‘আত্মহত্যার আত্মকথা’ এই প্লাটফর্মে তার দ্বিতীয় প্রচেষ্টা। সফল পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি দুইবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। Promotion of Gender Sensitivity ক্যাটাগরিতে ‘উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’ পদক পান ২০১৯ সালে। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজি ব্যাজ’ পান। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যাট ডিপার্টমেন্টের সম্মানজনক ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি) এর একজন এলামনাই। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো ওসি’ নামে কার্যক্রম গ্রহণ করে ব্যাপক আলোচিত হন। এছাড়াও বাল্যবিবাহ রোধ, মানবিক বিভিন্ন কার্যক্রম এবং ইস্যুভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামসময়িক আইনগত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমেও তিনি প্রশংসিত।
মোহাম্মদ মহসীন পিপিএম এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books