Jane Austen
জেন অস্টেন ১৬ ডিসেম্বর, ১৭৭৫ সালে হ্যাম্পশায়ারের স্টিভেনটনে জন্মগ্রহণ করেন। পিতা জর্জ অস্টেন মা ক্যাসান্দ্রা অস্টেন। এগারো বছর বয়স, অথবা তার আগে থেকেই জেন কবিতা এবং গল্প লেখা শুরু করেছিলেন। ১৮১৭ সালের ১৮ জুলাই উইনচেস্টারে মাত্র ৪১ বছর বয়সে তিনি মারা যান। কিন্তু মাত্র ৬টি উপন্যাস দিয়ে তিনি এখনো বেচে রয়েছেন সাহিত্যপ্রেমিকের হৃদয়ে। গ্রন্থসমূহ : Sense and Sensibility, Pride and Prejudice, Mansfield Park, Emma, Northanger Abbey, Persuasion, বাংলা অনুবাদ - প্রাইড এন্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক ইত্যাদি।