ডা. হাফিজ উদ্দীন আহমদ
হাফিজ উদ্দীন আহমদ পুরো নাম আবুল হাসানাত হাফিজ উদ্দীন আহমদ। জন্ম ১০ সেপ্টেম্বর তৎকালীন আসামে। পৈত্রিক নিবাস হবিগঞ্জের শাহাপুর। পিতা ডা. মো. আইয়ুব মিয়া, মা এলিজা বেগম। তিনি পড়াশোনা করেছেন জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, করোটিয়া শাহাদাত কলেজে, ঢাকা মেডিকেল কলেজ ও কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনস এ ৷ ব্যবহারিক চিকিৎসা শাস্ত্রে সর্বপ্রথম বাংলা প্রচলন ও অসংখ্য চিকিৎসা বিষয়ক পরিভাষা সৃষ্টি তার কীর্তি। গ্রন্থসমূহ : বাঁচতে হবে অনেকদিন, আকাশ জুড়ে বিমান উড়ে, মরণব্যাথি সার্স, রোগের সাথে লড়াই, সার্জারির জয়যাত্রা ইত্যাদি।
ডা. হাফিজ উদ্দীন আহমদ এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books