চাণক্য বাড়ৈ
চাণক্য বাড়ৈ মূলত সমকালীন সময়ের একজন প্রতিভাবান তরুণ কথাসাহিত্যিক। তিনি ১৯৮২ সালের ১২ মার্চ বাগেরহাট জেলার চিতলমারী থানার রায়গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ‘কাচের মেয়ে’ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্র বিভাগে স্নাতক; স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে তিনি সাংবাদিকতায় নিয়জিত আছেন।
চাণক্য বাড়ৈ এর বই সমূহ
Showing 1 to 4 of 4 Books