বাবর আলী
"পেশায় ডাক্তার, নেশায় পাহাড়ি- এই পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন বাবর আলী। জন্ম, বেড়ে উঠা, শিক্ষাজীবন চট্টগ্রামেই। এমবিবিএস ডিগ্রি লাভ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। বর্তমানে কাজ করছেন জনস্বাস্থ্য নিয়ে। অ্যাডভেঞ্চারের নানান শাখায় তার পদচারণা থাকলেও নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। পার্বত্য জেলা বান্দরবানের পাহাড় দিয়ে ট্রেকিংয়ে হাতেখড়ি। পরবর্তীতে যাত্রা নেপাল-ভারত হিমালয়ের বিভিন্ন পর্বতে। এ পর্যন্ত হিমালয়ের বেশকিছু পাঁচ-ছয় হাজার মিটার চূড়া ছুঁয়েছেন তিনি। ২০১৭ সালে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেন ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। পাহাড়ের সাথে সাথে ক্লাইম্বিং, সাইকেল চালানো, কায়াকিং, হাফ ম্যারাথন, ফটোগ্রাফি, স্কুবা ডাইভিং ইত্যাদিও চলছে সমানতালে। সাইকেলে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেছেন তিনবার। আখাউড়া-মুজিবনগর, টেকনাফ-তেঁতুলিয়া এবং হালুয়াঘাট-কুয়াকাটা। কায়াক নিয়ে বেশ কিছু এক্সপিডিশনও কররেছেন ইতোমধ্যে। তার মধ্যে কাপ্তাই-বিলাইছড়ি, কাপ্তাই-রাঙ্গামাটি উল্লেখ্যোগ্য। ২০১৯ সালে পায়ে হেঁটে ঘুরেছেন দেশের ৬৪ জেলা। দেশ দেখা আর মানুষের সাথে ভাব-বিনিময় ছাড়াও পদযাত্রাকালীন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য গণসচেতনতা তৈরি করে গেছেন দেশের পথে-প্রান্তরে। সেই ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত বই 'পায়ে পায়ে ৬৪ জেলা'। বর্তমানে পর্বতারোহণের বই অনুবাদের কাজ করছেন। "
বাবর আলী এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books