আঞ্জুমান রোজী
আঞ্জুমান রোজী- ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কানাডা প্রবাসী। এ পর্যন্ত তার তিনটি কবিতাগ্রন্থ এবং একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। প্রথম কবিতার বই, ‘এক হাজার এক রাত’ (২০১১), এবং গল্পের বই ‘মূর্ত মরণ মায়া'(২০১২) সাকী পাবলিশিং ক্লাব থেকে প্রকাশিত হয় । ২০১৩ ও ২০১৫ তে নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত হয় দ্বিতীয় কবিতার বই ‘বৃষ্টির অন্ধকার’ এবং তৃতীয় কবিতার বই ‘নৈঃশব্দ্যের দুয়ারে দাঁড়িয়ে’। লেখালেখির পাশাপাশি তিনি আবৃত্তি শিল্পের সাথেও জড়িত আছেন। বাংলাদেশের আবৃত্তি সংগঠন- ‘কন্ঠশীলন’ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটারভুক্ত নাঠ্যসংগঠন- ‘নাট্যচক্র’র সাবেক সদস্য।
আঞ্জুমান রোজী এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books