অমলেশ ত্রিপাঠী
অমলেশ ত্রিপাঠীর জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯২১। মেদিনীপুরের দেভোগ-এ । পড়াশোনা তমলুক হ্যামিলটন হাই স্কুলে, প্রেসিডেন্সি কলেজে, কলম্বিয়া ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে। প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । তিনি দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি কলেজে ইতিহাস বিভাগের প্রধান হিসেবে (১৯৫৭-৬৯), কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ অধ্যাপক (১৯৬৯-৮৬) । গ্রন্থসমূহ : স্বাধীনতার মুখ, স্বাধীনতার সংগ্রাম, ইতিহাসের আলোয়, ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ, ইতিহাস ও ঐতিহাসিক, ভারতের মুক্তিসংগ্রামে চরমপন্থী পর্ব, ইতালীর র্যনেশাঁস বাঙালীর সংস্কৃতি ইত্যাদি।
অমলেশ ত্রিপাঠী এর বই সমূহ
Showing 1 to 8 of 8 Books