অজান্তা অহি
অজান্তা অহি। জন্ম ২৩ নভেম্বর। সিরাজগঞ্জ জেলার এক মফস্বল এলাকায়। তিনি ২০১৯ সালে মাইলস্টোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন। তার লেখালেখির হাতেখড়ি কলেজ জীবনে। শুরুটা অনেকটা শখের বশে হলেও মানবজীবনের টানাপোড়েন, নানাবিধ উত্থান পতন তাকে আকৃষ্ট করে। তিনি এক জনম গল্প বলে যেতে চান। আপনার, আমার সবার গল্প। সুখ দুঃখের গল্প। যেসব কথা বা অনুভূতি কখনো প্রকাশ করা যায় না তার গল্প।
অজান্তা অহি এর বই সমূহ