অরুণ মৈত্র
অরুণ মৈত্র, জন্ম দুই ফাল্গুন ১৩৫১। ১৪ ফেব্রুয়ারি ১৯৪৪ খ্রিস্টাব্দ। পড়াশুনা শুরু নিজ গ্রাম শেরপুর ও বগুড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অর্জনসহ সাংবাদিকতায় এমএ। বগুড়া কলেজ বার্ষিকী প্রবাহ সম্পাদনার মধ্য দিয়ে লেখালেখির জগতে প্রবেশ। ছাত্র অবস্থায় ঢাকার পুথিঘরে (পরে মুক্তধারা) প্রুফ রিডার হিসেবে কর্মজীবনের শুরু। প্রথম লেখালেখি শুরু প্রবন্ধ রচনা দিয়ে। প্রচ্ছদ নামের পত্রিকা সম্পাদনা যা একুশের সংকলন হিসেবে মুক্তধারা প্রদত্ত প্রথম পুরস্কার পায়। বিজ্ঞাপণী সংস্থা বিটপী-র কর্মকর্তা হিসেবে ছিলেন অনেক বছর। বাংলাদেশ লেখক শিবিরে কর্মী এবং কয়েকটি বছর সভাপতির দায়িত্ব পালন। লেখক এখন অস্ট্রেলিয়া প্রবাসী বর্তমান সময় কাটে চিত্রকলা, সংগীত চর্চা, পড়াশোনা ও লেখালিখি নিয়ে। লেখকের কয়েকটি প্রকাশনা : ছড়ার বই - চকমক চক্কর, গ্রীলের শহর রঙের সানাই ও গল্প ভাসাই ছড়ার ভেলায়, কিশোর উপন্যাস - শুনি দুন্দুভি দক্ষিণ দরিয়ায়, জীবনীগ্রন্থ - কিশোরদের আর্নেস্টো চে গুয়েভারা, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - জয়তু একাত্তর, ভ্রমণ উপন্যাস - জল টুপ টুপ ভালোবাসা, প্যারিসে এক চক্কর ও মোনালিসা, প্রবন্ধগ্রন্ধ - সামাজিক অগ্রগতির সমস্যা প্রেক্ষিত বাংলাদেশ।
অরুণ মৈত্র এর বই সমূহ
Showing 1 to 1 of 1 Books