কালিকারঞ্জন কানুনগো
কালিকারঞ্জন কানুনগো একজন ইতিহাসবেত্তা। ১৮৯৫ সালের জুলাই মাসে চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামের এক জমিদার পরিবারে তাঁর জন্ম। রাজশাহী কলেজ থেকে ডিস্টিংশনসহ ১৯১৫ সালে তিনি বি.এ ডিগ্রি, ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রি এবং ১৯১৮ সালে ল’ ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ে যদুনাথ সরকার এর অধীনে ‘শেরশাহ অ্যান্ড হিজ টাইমস’ (Sher Shah and His Times) শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। প্রফেসর কানুনগোর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল উপমহাদেশের মধ্যযুগের ইতিহাস। মুসলমান শাসক, রাজপুত এবং মারাঠাদের বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ ছিল। ফারসি, উর্দু, হিন্দি, আওধী, এবং বেশ কিছু স্থানীয় ভাষার ওপর দক্ষতা স্থানীয় পর্যায়ের উৎস অনুসন্ধানে তাঁকে প্রভূত সাহায্য করে। কালিকারঞ্জন কানুনগো ইতিহাস চর্চার জন্য বিভিন্নভাবে সম্মানিত হয়েছেন। ১৯৪০ সালে (১৩৪৭ বঙ্গাব্দ) ইতিহাস গবেষণায় অবদানের জন্য তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক রামপ্রাণ গুপ্ত স্মৃতি স্বর্ণপদকে ভূষিত হন। রাজস্থান কাহিনী শীর্ষক গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন। ১৯৭২ সালের ২৯ এপ্রিল লক্ষ্ণৌর নিজস্ব বাসভবনে কালিকারঞ্জন কানুনগোর মৃত্যু হয়।
কালিকারঞ্জন কানুনগো এর বই সমূহ
Showing 1 to 2 of 2 Books