সুখী মানুষেরা বারান্দায় আসে না
মানুষের জীবন মূলত ছোট। তা ব্যাপকতায় হোক অথবা দৈর্ঘ্য।ে মানুষ সেই জীবনকে নিয়ে যেমন গৌরব করতে পারে, তেমনি থাকে শঙ্কায়ও।
কারণ, মানুষের জীবনের বাঁক বদলে যায় নানান কারণে। কখনও বড় ঝড়ে। কখনও সামান্য বাতাসে।
কেউ সেই ঝড় বা বাতাস পার করে বেঁচে থাকে। কেউ পারে না।
প্রতিটি জীবনের গল্পজুড়ে এসব থাকে। সেসব ছিল তৃণা, ফিরোজ, মাহবুব, লাবণীদের জীবনেও। তারা এই জীবন কেমন কাটাচ্ছে? তাদের ঝড়ই বা কতটুকু? তারা কি পেরেছে সেই ঝড় মোকাবেলা করতে? নাকি সামান্য বাতাসে হেলে গেছে?
জানতে হলে আপনার প্রবেশ করতে হবে এই গল্পের ভেতরে।
যে গল্পের কোনো অংশ হয়তো আপনার সাথে মিলে যাবে। অথবা মিলে যেতে পারে বড় অংশও। অথবা সেই গল্প হতে পারে আপনার দেখা অন্য কারো জীবন। যার জীবনই হোক পড়ে দেখতে পারেন।
জীবন পড়ার চেয়ে বড় অভিজ্ঞতা জীবনজুড়ে আর হয় না।
মানুষের জীবন মূলত ছোট। তা ব্যাপকতায় হোক অথবা দৈর্ঘ্য।ে মানুষ সেই জীবনকে নিয়ে যেমন গৌরব করতে পারে, তেমনি থাকে শঙ্কায়ও। কারণ, মানুষের জীবনের বাঁক বদলে যায় নানান কারণে। কখনও বড় ঝড়ে। কখনও সামান্য বাতাসে। কেউ সেই ঝড় বা বাতাস পার করে বেঁচে থাকে। কেউ পারে না। প্রতিটি জীবনের গল্পজুড়ে এসব থাকে। সেসব ছিল তৃণা, ফিরোজ, মাহবুব, লাবণীদের জীবনেও। তারা এই জীবন কেমন কাটাচ্ছে? তাদের ঝড়ই বা কতটুকু? তারা কি পেরেছে সেই ঝড় মোকাবেলা করতে? নাকি সামান্য বাতাসে হেলে গেছে? জানতে হলে আপনার প্রবেশ করতে হবে এই গল্পের ভেতরে। যে গল্পের কোনো অংশ হয়তো আপনার সাথে মিলে যাবে। অথবা মিলে যেতে পারে বড় অংশও। অথবা সেই গল্প হতে পারে আপনার দেখা অন্য কারো জীবন। যার জীবনই হোক পড়ে দেখতে পারেন। জীবন পড়ার চেয়ে বড় অভিজ্ঞতা জীবনজুড়ে আর হয় না।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849979340 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
February, 2025 |