শ্রাবণের বিষণ্ন সন্ধ্যা
আকাশ বেনজিনের পেছনে দাঁড়িয়ে দোলনায় ধাক্কা দিচ্ছে। বেনজিনের শরীরের শুভ্র মিষ্টি ঘ্রাণে সে মাতোয়ারা হচ্ছে। পেছনের সোনালি চুলগুলো বাতাসে তার নাক ও মুখের স্পর্শ পাচ্ছে। বেনজিনের ওইদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে উপভোগ করে যাচ্ছে আকাশের দোল দেওয়া। বেনজিন কি শুধু দোল খেলাই খেলে যাচ্ছে না কি তার মনের ভেতরেও কোন দোল খেলছে সেটা আকাশ জানে না। শুধু সে নিজেকে নিজের সমস্ত শক্তি দিয়ে সংবরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মধ্যরাতে কোনো এক মায়াবিনীকে ছাদের দোলনায় দোল দিবে, সে মায়াবিনী মনের হরষে দোল খাবে এটা আকাশের জীবনে কল্পনাকেও হার মানায়। আকাশের ইচ্ছে করে এই মায়াবিনীকে সে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কেশগুলো দু’হাতের পরশে আলতো করে ছুঁয়ে দিয়ে মুখটা পেছন থেকে ডান গালের পশ্চাতে এনে একটি চুম্বন লেপে দিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি মেমসাহেব। এরপর হালকা করে কোলের ওপর বসিয়ে ওষ্ঠতে ওষ্ঠ লেপিয়ে রাখে।
আকাশ বেনজিনের পেছনে দাঁড়িয়ে দোলনায় ধাক্কা দিচ্ছে। বেনজিনের শরীরের শুভ্র মিষ্টি ঘ্রাণে সে মাতোয়ারা হচ্ছে। পেছনের সোনালি চুলগুলো বাতাসে তার নাক ও মুখের স্পর্শ পাচ্ছে। বেনজিনের ওইদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে উপভোগ করে যাচ্ছে আকাশের দোল দেওয়া। বেনজিন কি শুধু দোল খেলাই খেলে যাচ্ছে না কি তার মনের ভেতরেও কোন দোল খেলছে সেটা আকাশ জানে না। শুধু সে নিজেকে নিজের সমস্ত শক্তি দিয়ে সংবরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মধ্যরাতে কোনো এক মায়াবিনীকে ছাদের দোলনায় দোল দিবে, সে মায়াবিনী মনের হরষে দোল খাবে এটা আকাশের জীবনে কল্পনাকেও হার মানায়। আকাশের ইচ্ছে করে এই মায়াবিনীকে সে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কেশগুলো দু’হাতের পরশে আলতো করে ছুঁয়ে দিয়ে মুখটা পেছন থেকে ডান গালের পশ্চাতে এনে একটি চুম্বন লেপে দিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি মেমসাহেব। এরপর হালকা করে কোলের ওপর বসিয়ে ওষ্ঠতে ওষ্ঠ লেপিয়ে রাখে।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849895770 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
February, 2025 |