পথের দাবী
বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস ‘পথের দাবী’। এ উপন্যাসটি ১৯২৬ খ্রীস্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরম্নদ্ধে এক অসাধারণ বিপস্নবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনি নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। উপন্যাসটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিছক একটি উপন্যাস নয়। এটি ইংরেজদের বিরম্নদ্ধে বাঙালিদের প্রতিবাদী হওয়ার প্রেরণা যুগিয়েছে। উপন্যাসটির প্রতিটি ¯ত্মবক বাঙালি পাঠকের মনের মণিকোঠায় অস্থান করে আছে এবং থাকবে।
বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস ‘পথের দাবী’। এ উপন্যাসটি ১৯২৬ খ্রীস্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরম্নদ্ধে এক অসাধারণ বিপস্নবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনি নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। উপন্যাসটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল। ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিছক একটি উপন্যাস নয়। এটি ইংরেজদের বিরম্নদ্ধে বাঙালিদের প্রতিবাদী হওয়ার প্রেরণা যুগিয়েছে। উপন্যাসটির প্রতিটি ¯ত্মবক বাঙালি পাঠকের মনের মণিকোঠায় অস্থান করে আছে এবং থাকবে।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789843377210 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
256 |