জল রাজনীতি ও বাঁধের গল্প
জল রাজনীতি ও বাঁধের গল্প গ্রন্থটিতে জল নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সোয়া এক ডজন প্রবন্ধ রয়েছে। প্রবন্ধের বিষয়বস্তু প্রকৌশল, নির্মাণ এবং আন্তর্জাতিক জল রাজনীতি ও কূটনীতি বিষয়ক হলেও পরিবেশন করা হয়েছে গল্পের আকারে। বাংলা সাহিত্যে এ ধারাটি বেশ অপরিচিত। স্বাস্থ্য বা অর্থনীতি বিষয়ক অসংখ্য প্রবন্ধ সরল ভাষায় প্রকাশিত হলেও প্রকৌশল বিষয়ে তা হয়নি। এখানে লেখকের বড় কৃতিত্ব হচ্ছে নতুন একটি ধারার সাথে পাঠককে পরিচয় করিয়ে দেয়া।
প্রায় সবক’টি রচনা কানাডার টরন্টো থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক বাংলা মেইল’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্পের বেশিরভাগ বাঁধে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের কাহিনি বলতে গিয়ে লেখক তুলে এনেছেন বৈদ্যুতিক বাতির ইতিহাস। উপমহাদেশে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালানোর গল্প। এতোসব ইতিহাস তুলে এনেছেন অসামান্য গল্পোচ্ছলে। গল্প করতে করতে বর্ণনা করেছেন বিভিন্ন নদী ও পাহাড়ের ভৌগোলিক অবস্থান। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত অনেক বাঁধের নির্মাণ কাহিনি। আছে পৃথিবীর আদিতম বাঁধ কাত্তিনাহ সহ নীল নদের উপর সম্প্রতি নির্মিত বিতর্কিত গ্রান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম। রয়েছে বাঁধ নির্মাণে থ্রিলিং হুভার ড্যাম, কলোরাডো নদী আর গ্লেন ক্যানিয়ন বাঁধের কথা, প্রমত্তা ইয়াংজি নদীর থ্রী গর্জেস বাঁধ, নীল নদে আসওয়ান বাঁধ, গঙ্গা জল কাঁদে ফারাক্কা বাঁধে ইত্যাদি। সাথে আছে আমাদের দেশের কাপ্তাই বাঁধ এবং তিস্তা ব্যারেজের ইতিকথা। বোনাস হিসাবে রয়েছে জল বিষয়ক গ্রীক ট্র্যাজেডি করিন্থ ক্যানেলের নির্মাণ কাহিনি। তথ্যবহুল সুখপাঠ্য বইটি আবাল-বৃদ্ধ-বনিতা, প্রকৌশলী, অপ্রকৌশলী, রাজনৈতিক কর্মী, এনজিও কর্মী এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় জড়িত সকলকে তথ্য প্রদানের পাশাপাশি পাঠ বিনোদন দিতে সক্ষম হবে বলে আশা করা যায়।
জল রাজনীতি ও বাঁধের গল্প গ্রন্থটিতে জল নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সোয়া এক ডজন প্রবন্ধ রয়েছে। প্রবন্ধের বিষয়বস্তু প্রকৌশল, নির্মাণ এবং আন্তর্জাতিক জল রাজনীতি ও কূটনীতি বিষয়ক হলেও পরিবেশন করা হয়েছে গল্পের আকারে। বাংলা সাহিত্যে এ ধারাটি বেশ অপরিচিত। স্বাস্থ্য বা অর্থনীতি বিষয়ক অসংখ্য প্রবন্ধ সরল ভাষায় প্রকাশিত হলেও প্রকৌশল বিষয়ে তা হয়নি। এখানে লেখকের বড় কৃতিত্ব হচ্ছে নতুন একটি ধারার সাথে পাঠককে পরিচয় করিয়ে দেয়া। প্রায় সবক’টি রচনা কানাডার টরন্টো থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক বাংলা মেইল’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্পের বেশিরভাগ বাঁধে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের কাহিনি বলতে গিয়ে লেখক তুলে এনেছেন বৈদ্যুতিক বাতির ইতিহাস। উপমহাদেশে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালানোর গল্প। এতোসব ইতিহাস তুলে এনেছেন অসামান্য গল্পোচ্ছলে। গল্প করতে করতে বর্ণনা করেছেন বিভিন্ন নদী ও পাহাড়ের ভৌগোলিক অবস্থান। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত অনেক বাঁধের নির্মাণ কাহিনি। আছে পৃথিবীর আদিতম বাঁধ কাত্তিনাহ সহ নীল নদের উপর সম্প্রতি নির্মিত বিতর্কিত গ্রান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম। রয়েছে বাঁধ নির্মাণে থ্রিলিং হুভার ড্যাম, কলোরাডো নদী আর গ্লেন ক্যানিয়ন বাঁধের কথা, প্রমত্তা ইয়াংজি নদীর থ্রী গর্জেস বাঁধ, নীল নদে আসওয়ান বাঁধ, গঙ্গা জল কাঁদে ফারাক্কা বাঁধে ইত্যাদি। সাথে আছে আমাদের দেশের কাপ্তাই বাঁধ এবং তিস্তা ব্যারেজের ইতিকথা। বোনাস হিসাবে রয়েছে জল বিষয়ক গ্রীক ট্র্যাজেডি করিন্থ ক্যানেলের নির্মাণ কাহিনি। তথ্যবহুল সুখপাঠ্য বইটি আবাল-বৃদ্ধ-বনিতা, প্রকৌশলী, অপ্রকৌশলী, রাজনৈতিক কর্মী, এনজিও কর্মী এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় জড়িত সকলকে তথ্য প্রদানের পাশাপাশি পাঠ বিনোদন দিতে সক্ষম হবে বলে আশা করা যায়।
Writer |
|
Publisher |
|
ISBN |
9847025404342 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
118 |