কাছের মানুষ
কাছের মানুষ উপন্যাসটি ইংল্যান্ডের পটভূমিতে লেখা।এখানে ইংল্যান্ডের সংস্কৃতি উঠে আসার পাশাপাশি আমাদের মাতৃভূমির কথাও উঠে এসেছে। বলা চলে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উপন্যাস। কেননা ,এখানে ইউরোপ দেশ এবং তাদের কালচার পুরোপুরি উঠে এসেছে। যা কিনা বাংলাদেশি পাঠকদের পাশাপাশি বিশ্বের সমস্ত পাঠকরাও পড়তে পারবেন।
এখানে ইংল্যান্ডে পড়তে যাওয়া বাংলাদেশি একজন ছাত্রের গল্প বলা হয়েছে। বাংলাদেশের ছাত্রটি পড়তে যেয়ে যে বাস্তবতার সম্মুখীন হয়েছে, সে গল্পই এখানে বলা হয়েছে। তার পড়াশুনা তার নিজের স্বপ্ন এবং তার পরিবারের যে স্বপ্ন ,এখানে সে গল্পই উঠে এসেছে। উপন্যাসটির মূল চরিত্র পিয়াস। পিয়াসকে ঘিরে উপন্যাসটি ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে গেছে।
পিয়াসের সঙ্গে লিজা নামের একজন বাঙালি মেয়ের পরিচয় হয়। এ পরিচয় বন্ধুত্বের রূপ নেয় এবং তাদের এ বন্ধুত্ব সম্পর্ক একসময় প্রেমের সম্পর্কে গড়ায়। শেষের দিকে দেখা যায় পিয়াস এবং লিজার প্রেম যখন খুব জমে উঠেছে ঠিক তখনই লিজার চোখ নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সে তার চোখের দৃষ্টি শক্তি হারাতে থাকে। ডাক্তার তাকে বলেন যে, একটি উচ্চ সম্ভাবনা আছে যে তুমি পরের বছরের মধ্যে সম্পূর্ণরূপে দৃষ্টি শক্তি হারাবে। তুমি অন্ধ হতে যাচ্ছ।
লিজা সেভাবে প্রস্তুতি নিতে থাকে। কিভাবে ব্রেইল পড়তে হয় এবং ব্যক্তিগত কম্পিউটার এবং নিত্যদিনের কাজগুলো করতে হয় সেগুলো শিখতে থাকে। পিয়াসের গভীর ভালোবাসা লিজাকে নতুন করে বাঁচতে শিখায় ।গল্পের মোড় এক নতুন দিকে বাক নেয়।কাছের মানুষ সম্পূর্ণরূপে উপলব্ধি করা একটি উপন্যাস।
কাছের মানুষ উপন্যাসটি ইংল্যান্ডের পটভূমিতে লেখা।এখানে ইংল্যান্ডের সংস্কৃতি উঠে আসার পাশাপাশি আমাদের মাতৃভূমির কথাও উঠে এসেছে। বলা চলে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উপন্যাস। কেননা ,এখানে ইউরোপ দেশ এবং তাদের কালচার পুরোপুরি উঠে এসেছে। যা কিনা বাংলাদেশি পাঠকদের পাশাপাশি বিশ্বের সমস্ত পাঠকরাও পড়তে পারবেন। এখানে ইংল্যান্ডে পড়তে যাওয়া বাংলাদেশি একজন ছাত্রের গল্প বলা হয়েছে। বাংলাদেশের ছাত্রটি পড়তে যেয়ে যে বাস্তবতার সম্মুখীন হয়েছে, সে গল্পই এখানে বলা হয়েছে। তার পড়াশুনা তার নিজের স্বপ্ন এবং তার পরিবারের যে স্বপ্ন ,এখানে সে গল্পই উঠে এসেছে। উপন্যাসটির মূল চরিত্র পিয়াস। পিয়াসকে ঘিরে উপন্যাসটি ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে গেছে। পিয়াসের সঙ্গে লিজা নামের একজন বাঙালি মেয়ের পরিচয় হয়। এ পরিচয় বন্ধুত্বের রূপ নেয় এবং তাদের এ বন্ধুত্ব সম্পর্ক একসময় প্রেমের সম্পর্কে গড়ায়। শেষের দিকে দেখা যায় পিয়াস এবং লিজার প্রেম যখন খুব জমে উঠেছে ঠিক তখনই লিজার চোখ নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সে তার চোখের দৃষ্টি শক্তি হারাতে থাকে। ডাক্তার তাকে বলেন যে, একটি উচ্চ সম্ভাবনা আছে যে তুমি পরের বছরের মধ্যে সম্পূর্ণরূপে দৃষ্টি শক্তি হারাবে। তুমি অন্ধ হতে যাচ্ছ। লিজা সেভাবে প্রস্তুতি নিতে থাকে। কিভাবে ব্রেইল পড়তে হয় এবং ব্যক্তিগত কম্পিউটার এবং নিত্যদিনের কাজগুলো করতে হয় সেগুলো শিখতে থাকে। পিয়াসের গভীর ভালোবাসা লিজাকে নতুন করে বাঁচতে শিখায় ।গল্পের মোড় এক নতুন দিকে বাক নেয়।কাছের মানুষ সম্পূর্ণরূপে উপলব্ধি করা একটি উপন্যাস।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849988731 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
8th February, 2025 |
Pages |
176 |