ফুল ও মৃত মাকড়সার জাল
মুনিম রাব্বী, যিনি কবিতা ও কথাশিল্পের উপত্যকা বেয়ে নিরন্তর হেঁটে চলেন। প্লেটো বলেছিলেন, কাব্যসত্য থেকে দূরে থাকে। মুনিমের কবিতা সত্যের কাছে পুরোপুরি না ফিরলেও সুন্দরের কাছে ফেরে। মাকড়সার জাল ছিন্ন করে ফুলের প্রাপ্তির কথা বলে।জর্জ সেফেরিস বলেছিলেন, একটা কবিতা লেখা শেষে আরেক কবিতার জন্মের আগ পর্যন্ত সময়টা কবি আর ‘কবি’ থাকেন না। কিন্তু আমি বলব-মুনিম রাব্বী আপাদমস্তক একজন কবি। যখন তিনি কবিতা লেখেন না, তখনো। এই শহরের কোনো সড়কে ফুল ও মাকড়সার পাশাপাশি হেঁটে এসে মুনিম আমাদের মনে করিয়ে দেন- সেতু পেরোলেই উপশহর। ধ্বংসের চেয়ে যিনি বিশ্বাসী মেরামতে।মুনিম রাব্বীর প্রথম বই হবে কবিতার, এটাই ছিল তাই ভবিতব্য। পাঠকও ‘ফুল ও মৃত মাকড়সার জাল’-এ নিরন্তর ঘুরপাক খাবে, একথা বলে দেওয়াই যায়।
মুনিম রাব্বী, যিনি কবিতা ও কথাশিল্পের উপত্যকা বেয়ে নিরন্তর হেঁটে চলেন। প্লেটো বলেছিলেন, কাব্যসত্য থেকে দূরে থাকে। মুনিমের কবিতা সত্যের কাছে পুরোপুরি না ফিরলেও সুন্দরের কাছে ফেরে। মাকড়সার জাল ছিন্ন করে ফুলের প্রাপ্তির কথা বলে।জর্জ সেফেরিস বলেছিলেন, একটা কবিতা লেখা শেষে আরেক কবিতার জন্মের আগ পর্যন্ত সময়টা কবি আর ‘কবি’ থাকেন না। কিন্তু আমি বলব-মুনিম রাব্বী আপাদমস্তক একজন কবি। যখন তিনি কবিতা লেখেন না, তখনো। এই শহরের কোনো সড়কে ফুল ও মাকড়সার পাশাপাশি হেঁটে এসে মুনিম আমাদের মনে করিয়ে দেন- সেতু পেরোলেই উপশহর। ধ্বংসের চেয়ে যিনি বিশ্বাসী মেরামতে।মুনিম রাব্বীর প্রথম বই হবে কবিতার, এটাই ছিল তাই ভবিতব্য। পাঠকও ‘ফুল ও মৃত মাকড়সার জাল’-এ নিরন্তর ঘুরপাক খাবে, একথা বলে দেওয়াই যায়।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849981817 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
February, 2025 |
Pages |
48 |