যেখানে সীমান্ত তোমার
যেখানে সীমান্ত তোমার মমতা ও দ্রোহের উপন্যাস। বাংলার বিদ্রোহপুরে বিপ্লব নতুন কিছু নয়। তবু প্রতিটি বিপ্লব মাটির ওপর নিজের পায়ের অমোচনীয় ছাপ রেখে যায়। উপজেলা শহর অভয়পুরের মানুষের জীবনে তুমুল বৃষ্টির মতো অঝোর ধারায় নেমে এসেছে নতুন এক বিপ্লব। সে ধারা ভাসিয়ে নিয়ে যাবে সবাইকে, আর রেখে যাবে কিছু প্রশ্ন। আনিয়া কি এড়িয়ে যেতে পারবেঅন্যাঘ্য সুবিধাভোগের দায়? মুজতবা কি পারবে রাজনীতির স্পর্শহীন নিরপেক্ষ, নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে? রিগান কি বোবা ক্ষোভের জমিতে পঁুতে দিতে পারবে আন্দোলনের চারা? হারুন কি বন্দিশালার শিকল ভেঙে শাহিদার কাছে ফিরতে পারবে? কমলেশ কি বাঁচাতে পারবেন ক্ষয়ে যেতে থাকা আদর্শ, শুভবোধ? প্রশ্নগুলো সহজ নয়, উত্তরও অজানা। আন্দোলনের সোপানতলে যত নিষ্পাপ প্রাণকে উৎসর্গ করতে হলো, সেই চরম মূল্যের বিনিময়েও মুক্তির বন্দরে পৌঁছানো যাবে কি না, তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবু অভয়পুরের মানুষ জেগে উঠবে জীবনের কূলে, স্পর্শ করবে কঠিন সত্যকে। বঞ্চনার মেঘ কেটে গিয়ে আলো আসবে, তারা খঁুজে নেবে নিজেদের দায় আর দায়িত্বের সীমানা।
যেখানে সীমান্ত তোমার মমতা ও দ্রোহের উপন্যাস। বাংলার বিদ্রোহপুরে বিপ্লব নতুন কিছু নয়। তবু প্রতিটি বিপ্লব মাটির ওপর নিজের পায়ের অমোচনীয় ছাপ রেখে যায়। উপজেলা শহর অভয়পুরের মানুষের জীবনে তুমুল বৃষ্টির মতো অঝোর ধারায় নেমে এসেছে নতুন এক বিপ্লব। সে ধারা ভাসিয়ে নিয়ে যাবে সবাইকে, আর রেখে যাবে কিছু প্রশ্ন। আনিয়া কি এড়িয়ে যেতে পারবেঅন্যাঘ্য সুবিধাভোগের দায়? মুজতবা কি পারবে রাজনীতির স্পর্শহীন নিরপেক্ষ, নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে? রিগান কি বোবা ক্ষোভের জমিতে পঁুতে দিতে পারবে আন্দোলনের চারা? হারুন কি বন্দিশালার শিকল ভেঙে শাহিদার কাছে ফিরতে পারবে? কমলেশ কি বাঁচাতে পারবেন ক্ষয়ে যেতে থাকা আদর্শ, শুভবোধ? প্রশ্নগুলো সহজ নয়, উত্তরও অজানা। আন্দোলনের সোপানতলে যত নিষ্পাপ প্রাণকে উৎসর্গ করতে হলো, সেই চরম মূল্যের বিনিময়েও মুক্তির বন্দরে পৌঁছানো যাবে কি না, তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবু অভয়পুরের মানুষ জেগে উঠবে জীবনের কূলে, স্পর্শ করবে কঠিন সত্যকে। বঞ্চনার মেঘ কেটে গিয়ে আলো আসবে, তারা খঁুজে নেবে নিজেদের দায় আর দায়িত্বের সীমানা।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849981435 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1 St |
First Published |
January 2025 |
Pages |
136 |