আমার জীবনঃ প্রশাসনের ভেতরে ও বাইরে
লেখক ও কবি শ্যামসুন্দর সিকদারের এই গ্রন্থটি মূলতঃ তার আত্মজীবনীমূলক তৃতীয় গ্রন্থ। তার আগের দুটি আত্মজীবনী বা স্মৃতিকথার গ্রন্থে ('জীবনের কথা বলি এবার' এবং 'যে কথা বলা হয়নি আগে') তিনি লিখেছেন তার সংগ্রামী জীবনের গল্প, তার দুঃখ-কষ্টের বর্ণনা, মুক্তিযুদ্ধের ঘটনা এবং তার জীবনের পথে ঘুরে দাঁড়ানোর সত্য কাহিনী। তিনি জীবনকে দেখেছেন খুব কাছ থেকে-দেখেছেন সমাজের বিশিষ্ট চরিত্রগুলোর নির্মম সত্য।
মূলতঃ তার প্রথম গ্রন্থটিতে ছিল তার বাল্যজীবন, দুর্বিসহ শিক্ষাজীবন ও শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষকতা এবং বাংলাদেশ ব্যাংকের চাকরি জীবনের বর্ণনা। তারপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প। আর দ্বিতীয় গ্রন্থটিতে লিখেছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর বিভিন্ন কালেক্টরেটে ও উপজেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা। যারা ওই গ্রন্থ দুটি পড়েছেন, তারা জানেন তার সেই কাহিনীর অকপট সত্য প্রকাশে তিনি কতটা বস্তুনিষ্ঠ ছিলেন।
বস্তুত তার দ্বিতীয় গ্রন্থটিও ছিল প্রশাসনের ভিতরের গল্প নিয়েই জীবনের কথা। কিন্তু এই তৃতীয় গ্রন্থটি লিখতে তিনি স্মৃতিশক্তির পাশাপাশি নিজের লেখা ডাইরীর পাতা থেকেও অনেক তথ্য নিয়েছেন।
এই গ্রন্থে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় এডিসির দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখেছেন। তারপর ভূমি সংস্কার বোর্ডে এএলআরসি এবং অতঃপর প্রায় দুই বছর ওএসডি হয়ে থাকার গল্প, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব, বিপিএটিসির পরিচালক এবং অবশেষে যুগ্মসচিব হওয়া পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। তার সেই অভিজ্ঞতার কথা তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পূর্ববর্তী সিনিয়রদের সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে প্রশাসনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে লেখক শ্যামসুন্দর সিকদার তা মোকাবিলা করে উতরে গেছেন? উল্লেখ্য, তার পরের পর্বে থাকবে লেখকের যুগ্মসচিব হতে সিনিয়র সচিব হওয়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে বিশদ বিবরণ।
লেখক ও কবি শ্যামসুন্দর সিকদারের এই গ্রন্থটি মূলতঃ তার আত্মজীবনীমূলক তৃতীয় গ্রন্থ। তার আগের দুটি আত্মজীবনী বা স্মৃতিকথার গ্রন্থে ('জীবনের কথা বলি এবার' এবং 'যে কথা বলা হয়নি আগে') তিনি লিখেছেন তার সংগ্রামী জীবনের গল্প, তার দুঃখ-কষ্টের বর্ণনা, মুক্তিযুদ্ধের ঘটনা এবং তার জীবনের পথে ঘুরে দাঁড়ানোর সত্য কাহিনী। তিনি জীবনকে দেখেছেন খুব কাছ থেকে-দেখেছেন সমাজের বিশিষ্ট চরিত্রগুলোর নির্মম সত্য। মূলতঃ তার প্রথম গ্রন্থটিতে ছিল তার বাল্যজীবন, দুর্বিসহ শিক্ষাজীবন ও শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষকতা এবং বাংলাদেশ ব্যাংকের চাকরি জীবনের বর্ণনা। তারপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প। আর দ্বিতীয় গ্রন্থটিতে লিখেছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর বিভিন্ন কালেক্টরেটে ও উপজেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা। যারা ওই গ্রন্থ দুটি পড়েছেন, তারা জানেন তার সেই কাহিনীর অকপট সত্য প্রকাশে তিনি কতটা বস্তুনিষ্ঠ ছিলেন। বস্তুত তার দ্বিতীয় গ্রন্থটিও ছিল প্রশাসনের ভিতরের গল্প নিয়েই জীবনের কথা। কিন্তু এই তৃতীয় গ্রন্থটি লিখতে তিনি স্মৃতিশক্তির পাশাপাশি নিজের লেখা ডাইরীর পাতা থেকেও অনেক তথ্য নিয়েছেন। এই গ্রন্থে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় এডিসির দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখেছেন। তারপর ভূমি সংস্কার বোর্ডে এএলআরসি এবং অতঃপর প্রায় দুই বছর ওএসডি হয়ে থাকার গল্প, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব, বিপিএটিসির পরিচালক এবং অবশেষে যুগ্মসচিব হওয়া পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। তার সেই অভিজ্ঞতার কথা তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পূর্ববর্তী সিনিয়রদের সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে প্রশাসনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে লেখক শ্যামসুন্দর সিকদার তা মোকাবিলা করে উতরে গেছেন? উল্লেখ্য, তার পরের পর্বে থাকবে লেখকের যুগ্মসচিব হতে সিনিয়র সচিব হওয়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে বিশদ বিবরণ।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849948421 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1 St |
Pages |
344 |