লাল বর্ষায় সূযোদয়
পায়ের প্রতিটি পদক্ষেপ লড়াইয়ের মুখোমুখি
তবুও অন্ধকার সময়ে আলোর পথ খুঁজি।
এখনো আছে মেঘ নিগূঢ় গাঢ় তমসা
এখনো কাটেনি ঘোর মসনদের লালসা
একটু জেগে থাকো,
আর একটু জেগে থাকো আকাশে তীব্র আলো
ভেঙে যাবে অনিয়ম অন্যায় যদি হাতে হাত রাখো।
এসো জেগে থাকি।
যদিও শূন্যের অভিধানে চিরন্তন অভিমান জমে
তবুও অন্ধকারে জ্বলে জ্ঞানের ক্ষীণ প্রতীক,
অমৃতের স্বরূপ জীবন খোঁজে প্রদীপের প্রাণ
নৈঃশব্দ্যের সূর্যোদয়ে প্রভাত ফেরির গান।
একদিন লাল বর্ষায়-
আকাশের লাল আঁচলে কারা লিখে গেলো
নতুন স্বপ্নের মহাকাব্য?
আমাকে তাঁরাই স্বপ্ন দেখায়।
লাল সবুজের গা বেয়ে গড়িয়ে যায়
স্বপ্নের সঞ্চারিত রক্তস্রোত
আমি দেখি লাল বর্ষায় সূর্যোদয়।
পায়ের প্রতিটি পদক্ষেপ লড়াইয়ের মুখোমুখি তবুও অন্ধকার সময়ে আলোর পথ খুঁজি। এখনো আছে মেঘ নিগূঢ় গাঢ় তমসা এখনো কাটেনি ঘোর মসনদের লালসা একটু জেগে থাকো, আর একটু জেগে থাকো আকাশে তীব্র আলো ভেঙে যাবে অনিয়ম অন্যায় যদি হাতে হাত রাখো। এসো জেগে থাকি। যদিও শূন্যের অভিধানে চিরন্তন অভিমান জমে তবুও অন্ধকারে জ্বলে জ্ঞানের ক্ষীণ প্রতীক, অমৃতের স্বরূপ জীবন খোঁজে প্রদীপের প্রাণ নৈঃশব্দ্যের সূর্যোদয়ে প্রভাত ফেরির গান। একদিন লাল বর্ষায়- আকাশের লাল আঁচলে কারা লিখে গেলো নতুন স্বপ্নের মহাকাব্য? আমাকে তাঁরাই স্বপ্ন দেখায়। লাল সবুজের গা বেয়ে গড়িয়ে যায় স্বপ্নের সঞ্চারিত রক্তস্রোত আমি দেখি লাল বর্ষায় সূর্যোদয়।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849885467 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
1st February 2025 |
Pages |
72 |