চব্বিশের বাংলাদেশ
সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল ‘চব্বিশের বাংলাদেশ’। এটি বিভিন্ন সময়ে ছাত্র-জনতার আন্দোলনের জানা অজানা ইতিহাস-সমৃদ্ধ গ্রন্থ। বিশেষ করে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এবং পূর্বাপর ইতিহাস আলোকপাত করা হয়েছে সহজ ও সাবলীলভাবে।
একজন সংবাদকর্মী হিসেবে আন্দোলনের পুরোটা সময় মাঠেই ছিলেন বইটির লেখক মেসবাহ য়াযাদ। দেখেছেন, জেনেছেন- সেসব গল্পকে মলাটবন্দি করার চেষ্টা করেছেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। সময়কাল যদিও ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট। তবে প্রসঙ্গক্রমে এসেছে ব্রিটিশ শাসনামল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ড, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ, ২০১৮ ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন।
আলোচ্য বিষয়ের সূত্র ধরে লিখেছেন ‘পঁচা-গলা রং-লেপা ঘুণেধরা’ রাষ্ট্র ও সমাজ বাস্তবতায় নানান মানুষের গল্প, অমানুষের গল্প, ক্ষমতার গল্প, অক্ষমতার গল্প, সাধারণের গল্প, অসাধারণের গল্প।
সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল ‘চব্বিশের বাংলাদেশ’। এটি বিভিন্ন সময়ে ছাত্র-জনতার আন্দোলনের জানা অজানা ইতিহাস-সমৃদ্ধ গ্রন্থ। বিশেষ করে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এবং পূর্বাপর ইতিহাস আলোকপাত করা হয়েছে সহজ ও সাবলীলভাবে। একজন সংবাদকর্মী হিসেবে আন্দোলনের পুরোটা সময় মাঠেই ছিলেন বইটির লেখক মেসবাহ য়াযাদ। দেখেছেন, জেনেছেন- সেসব গল্পকে মলাটবন্দি করার চেষ্টা করেছেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। সময়কাল যদিও ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট। তবে প্রসঙ্গক্রমে এসেছে ব্রিটিশ শাসনামল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ড, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ, ২০১৮ ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন। আলোচ্য বিষয়ের সূত্র ধরে লিখেছেন ‘পঁচা-গলা রং-লেপা ঘুণেধরা’ রাষ্ট্র ও সমাজ বাস্তবতায় নানান মানুষের গল্প, অমানুষের গল্প, ক্ষমতার গল্প, অক্ষমতার গল্প, সাধারণের গল্প, অসাধারণের গল্প।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849880783 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
First Published |
1st Published, 2024 |
Pages |
160 |