ষোলতে না হয়ে ছাব্বিশে হোক
বাংলাদেশের প্রায় কবি মাত্র আবেগের সাগরে হাবুডুবু খায়। বাংলার মাটি ও আলো বাতাসের কারণে এমন গতিপথ। যুক্তি, চিন্তা, জ্ঞান, বিজ্ঞানের বুদ্ধিবৃত্তিক আলাপ গ্রাহ্যে আনে না কবি তার প্রাথমিক জীবনে। কবিতায় প্রাধান্য পায় নদী, নারী ও প্রেম। কেউ কেউ আবার এক্ষেত্রে ব্যতিক্রম, যেভাবে কেউ কেউ কবি; সবাই না।
কথাগুলো বলছি আবিরের ‘ষোলোতে না হয়ে ছাব্বিশে হোক’ পাণ্ডুলিপি পাঠ শেষে। এটি তার প্রথম কবিতার বই। প্রকাশিতব্য বইয়ের কবিতায় আবেগ, স্বপ্ন, বাস্তবতার মিশেল একাকার। কবিতার খেলা, শব্দের মারপ্যাঁচ, চিন্তার বুনন প্রক্রিয়া এগিয়ে যায়। যত পাঠ, যত অভিজ্ঞতা; তত নিখুঁতভাবে প্রকাশ পায় বাক্যে। আবিরের কবিতায় সেই চেষ্টা ছিল কিন্তু, পাঠ-অভিজ্ঞতার কমতিতে সেটা নিক্তিতে আসেনি।
তথাপি কবিতার জগতে আবিরকে স্বাগত। তার চেষ্টা, আন্তরিকতা ও ক্রমে পাঠের দুনিয়া সমৃদ্ধ করলে সে একদিন কালকে ছাড়িয়ে কালান্তরে যাবে বলে বিশ্বাস করি। তার রচিত ‘কল্পনার নারী,’ ‘সুখে থাকার অভিনয়,’ ও ‘বেহিসাবি মন’ কবিতাগুলো তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিবে। তাকে বুঝতে ও জানতে সাহায্য করবে এমন বেশ কিছু কবিতা আছে এই বইতে।
আবির বেড়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে। তার জন্মগ্রাম, স্কুল-কলেজ, জীবনের পাঠে দেখা ও স্মৃতির গল্পই তার কবিতার ভাষ্য। বিশেষ করে
চেনা-জানা নারীর আবেগ, ছেলেমেয়ের প্রেম, কথিত রাজনীতি, দেশের জন্য আকুতি, সামাজিক সম্পর্ক, মূল্যবোধ ও সমাজের যাপিত বাস্তবতার সংকট তার লেখার উৎস। এর মাঝে চোখের জ্যোতি উজ্জ্বল ও বোধের জাগরণ ঘটলে তার কবিতা আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি। পাশাপাশি সমকালের সঙ্গে চিরকালের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এভাবে প্রাত্যহিক জীবনের গল্প ছড়িয়ে পড়ুক কবিতার শব্দে, আড়ালের সূর্য হয়ে। শুভ হোক প্রতিদিন আবির। সঙ্গে আছি। দেখা হবে...
ইমরান মাহফুজ
কবি ও গবেষক
৪ অক্টোবর, ২০২৪
বাংলাদেশের প্রায় কবি মাত্র আবেগের সাগরে হাবুডুবু খায়। বাংলার মাটি ও আলো বাতাসের কারণে এমন গতিপথ। যুক্তি, চিন্তা, জ্ঞান, বিজ্ঞানের বুদ্ধিবৃত্তিক আলাপ গ্রাহ্যে আনে না কবি তার প্রাথমিক জীবনে। কবিতায় প্রাধান্য পায় নদী, নারী ও প্রেম। কেউ কেউ আবার এক্ষেত্রে ব্যতিক্রম, যেভাবে কেউ কেউ কবি; সবাই না। কথাগুলো বলছি আবিরের ‘ষোলোতে না হয়ে ছাব্বিশে হোক’ পাণ্ডুলিপি পাঠ শেষে। এটি তার প্রথম কবিতার বই। প্রকাশিতব্য বইয়ের কবিতায় আবেগ, স্বপ্ন, বাস্তবতার মিশেল একাকার। কবিতার খেলা, শব্দের মারপ্যাঁচ, চিন্তার বুনন প্রক্রিয়া এগিয়ে যায়। যত পাঠ, যত অভিজ্ঞতা; তত নিখুঁতভাবে প্রকাশ পায় বাক্যে। আবিরের কবিতায় সেই চেষ্টা ছিল কিন্তু, পাঠ-অভিজ্ঞতার কমতিতে সেটা নিক্তিতে আসেনি। তথাপি কবিতার জগতে আবিরকে স্বাগত। তার চেষ্টা, আন্তরিকতা ও ক্রমে পাঠের দুনিয়া সমৃদ্ধ করলে সে একদিন কালকে ছাড়িয়ে কালান্তরে যাবে বলে বিশ্বাস করি। তার রচিত ‘কল্পনার নারী,’ ‘সুখে থাকার অভিনয়,’ ও ‘বেহিসাবি মন’ কবিতাগুলো তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিবে। তাকে বুঝতে ও জানতে সাহায্য করবে এমন বেশ কিছু কবিতা আছে এই বইতে। আবির বেড়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে। তার জন্মগ্রাম, স্কুল-কলেজ, জীবনের পাঠে দেখা ও স্মৃতির গল্পই তার কবিতার ভাষ্য। বিশেষ করে চেনা-জানা নারীর আবেগ, ছেলেমেয়ের প্রেম, কথিত রাজনীতি, দেশের জন্য আকুতি, সামাজিক সম্পর্ক, মূল্যবোধ ও সমাজের যাপিত বাস্তবতার সংকট তার লেখার উৎস। এর মাঝে চোখের জ্যোতি উজ্জ্বল ও বোধের জাগরণ ঘটলে তার কবিতা আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি। পাশাপাশি সমকালের সঙ্গে চিরকালের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে প্রাত্যহিক জীবনের গল্প ছড়িয়ে পড়ুক কবিতার শব্দে, আড়ালের সূর্য হয়ে। শুভ হোক প্রতিদিন আবির। সঙ্গে আছি। দেখা হবে... ইমরান মাহফুজ কবি ও গবেষক ৪ অক্টোবর, ২০২৪
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849880769 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
First Published |
1st Published, 2024 |
Pages |
80 |