চোখের ভেতরে নূহের প্লাবন
পৃথিবীর অসুখে কবর খনন করে অর্ধমৃত রাজহাঁস,
কদমের ডালে বসে ভেংচি কাটে আঁধারের মুখ,
আদিম বিলাপে কেঁপে ওঠে
সমুদ্রের ঢেউ,
খননকৃত কবরে ধেয়ে আসে সমুদ্রের জল,
রাজহাঁস চোখে দেখে
মৃত্যুর স্বাদ!
আমাদের এতসব আয়োজন নেই,
আর কোনো তৃপ্ত সঙ্গম নেই,
পাখিদের গান নেই, ভালোবাসার কোনো উষ্ণতা নেই,
আর কোনো গল্প নেই;
ঈশ্বর কথা রেখেছেন,
আদিম গ্রন্থগুলো আমাদের সাবধান করেছিল বারবার,
ঈশ্বরের বিপক্ষে অযুত আন্দোলন
কিংবা ঈশ্বরের গুণকীর্তন;
মগজহীন মগজে হিসেবের খাতা!
পৃথিবীর অসুখে কবর খনন করে অর্ধমৃত রাজহাঁস, কদমের ডালে বসে ভেংচি কাটে আঁধারের মুখ, আদিম বিলাপে কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ, খননকৃত কবরে ধেয়ে আসে সমুদ্রের জল, রাজহাঁস চোখে দেখে মৃত্যুর স্বাদ! আমাদের এতসব আয়োজন নেই, আর কোনো তৃপ্ত সঙ্গম নেই, পাখিদের গান নেই, ভালোবাসার কোনো উষ্ণতা নেই, আর কোনো গল্প নেই; ঈশ্বর কথা রেখেছেন, আদিম গ্রন্থগুলো আমাদের সাবধান করেছিল বারবার, ঈশ্বরের বিপক্ষে অযুত আন্দোলন কিংবা ঈশ্বরের গুণকীর্তন; মগজহীন মগজে হিসেবের খাতা!
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849050612 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
2024 |
Pages |
158 |