বাংলা ও বাঙালি মুক্তিসংগ্রামের কিশোর ইতিহাস
পৃথিবীর প্রাচীন জনগোষ্ঠীগুলোর অন্যতম বাঙালি জাতি। এ জাতির রয়েছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস। বাঙালির প্রাচীন ইতিহাসে ছড়িয়ে আছে এ জাতির নানারকম শৌর্য-বীর্য ও মুক্তিসংগ্রামের নানা কাহিনি। রূপকথার মতো এ কাহিনি শিশু-কিশোরদের উপযোগী করে পাঠকের সামনে উপস্থাপন করেছেন বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ ড. মোহাম্মদ হাননান।
ড. হাননানের সুলিখিত কিশোর উপযোগী গদ্যে শিশু-কিশোররা নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্যকে জানতে পেরে অভিভূত হবে। আর্যদের সঙ্গে অনার্যদের লড়াইয়ের ঐতিহাসিক বিষয়টা যে আর্যদের সঙ্গে বাঙালিদেরই যুদ্ধ ছিল, তা জেনে বাঙালি কিশোর-তরুণ সত্যই অনুপ্রাণিত হবে।
প্রাচীনকালের এই যুদ্ধ, লড়াই, সংগ্রাম তখন বাঙালির রক্ত আর সজ্জায় জমে উঠেছিল, যা পরবর্তীকালে মধ্যযুগ এবং ব্রিটিশ যুগে এমনকি পাকিস্তানি আমলে এসেও বাঙালির এই লড়াকু মনোভাবের চেষ্টা শেষ হয়ে যায়নি।
বাঙালিদের বারবার প্রতিহিংসার শিকার হতে হয়েছে। বাঙালি শিকার হয়েছে বৈষম্যের। একদিন হঠাৎ করেই পূর্ব ঐতিহ্যের সূত্র ধরে বাঙালি আবার অস্ত্র ধরে। এর মাধ্যমে বাঙালিদের স্বাধীন দেশের পতাকা প্রথমবারের মতো বিশ্বে স্বীকৃত হয়। বাঙালি জাতিও স্বীকৃত হয়। তার ইতিহাস, ঐতিহ্য স্বীকৃত হয়। একটি মহান জাতির মর্যাদায় ভেসে ওঠে বাঙালি জাতি সমগ্র বিশ্বে।
ইতিহাসের প্রতিটি ক্ষণ, তারিখ ধরে ধরে ড. হাননান আমাদের নতুন প্রজন্মের কাছে এ ইতিহাসকে তুলে ধরেছেন। সহজ-সরল ভাষায় শিশু-কিশোরদের কাছে বাংলার মুক্তিসংগ্রামের দীর্ঘ এ ইতিহাস একটি ব্যতিক্রমী প্রয়াস। নতুন প্রজন্ম বইটি হাতে নিলেই এর উষ্ণতা অনুভব করবে।
পৃথিবীর প্রাচীন জনগোষ্ঠীগুলোর অন্যতম বাঙালি জাতি। এ জাতির রয়েছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস। বাঙালির প্রাচীন ইতিহাসে ছড়িয়ে আছে এ জাতির নানারকম শৌর্য-বীর্য ও মুক্তিসংগ্রামের নানা কাহিনি। রূপকথার মতো এ কাহিনি শিশু-কিশোরদের উপযোগী করে পাঠকের সামনে উপস্থাপন করেছেন বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ ড. মোহাম্মদ হাননান। ড. হাননানের সুলিখিত কিশোর উপযোগী গদ্যে শিশু-কিশোররা নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্যকে জানতে পেরে অভিভূত হবে। আর্যদের সঙ্গে অনার্যদের লড়াইয়ের ঐতিহাসিক বিষয়টা যে আর্যদের সঙ্গে বাঙালিদেরই যুদ্ধ ছিল, তা জেনে বাঙালি কিশোর-তরুণ সত্যই অনুপ্রাণিত হবে। প্রাচীনকালের এই যুদ্ধ, লড়াই, সংগ্রাম তখন বাঙালির রক্ত আর সজ্জায় জমে উঠেছিল, যা পরবর্তীকালে মধ্যযুগ এবং ব্রিটিশ যুগে এমনকি পাকিস্তানি আমলে এসেও বাঙালির এই লড়াকু মনোভাবের চেষ্টা শেষ হয়ে যায়নি। বাঙালিদের বারবার প্রতিহিংসার শিকার হতে হয়েছে। বাঙালি শিকার হয়েছে বৈষম্যের। একদিন হঠাৎ করেই পূর্ব ঐতিহ্যের সূত্র ধরে বাঙালি আবার অস্ত্র ধরে। এর মাধ্যমে বাঙালিদের স্বাধীন দেশের পতাকা প্রথমবারের মতো বিশ্বে স্বীকৃত হয়। বাঙালি জাতিও স্বীকৃত হয়। তার ইতিহাস, ঐতিহ্য স্বীকৃত হয়। একটি মহান জাতির মর্যাদায় ভেসে ওঠে বাঙালি জাতি সমগ্র বিশ্বে। ইতিহাসের প্রতিটি ক্ষণ, তারিখ ধরে ধরে ড. হাননান আমাদের নতুন প্রজন্মের কাছে এ ইতিহাসকে তুলে ধরেছেন। সহজ-সরল ভাষায় শিশু-কিশোরদের কাছে বাংলার মুক্তিসংগ্রামের দীর্ঘ এ ইতিহাস একটি ব্যতিক্রমী প্রয়াস। নতুন প্রজন্ম বইটি হাতে নিলেই এর উষ্ণতা অনুভব করবে।
Writer |
|
Publisher |
|
ISBN |
97898481321428 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
February 2020 |
Pages |
80 |