ভ্লাদিমির ইলিচ উলিয়নভ লেনিন মূল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়নভ (Vladimir Ilyich Ulyanov)। ছদ্মনাম লেনিন। তবে বিশ্বজুড়ে লেনিন নামেই সর্বাধিক পরিচিত। মার্ক্সবাদী রাজনীতিবিদ, রাশিয়ার বলশেভিক দলের অন্যতম নেতা এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান। এছাড়া মার্কসবাদ-লেলিনবাদ তত্ত্বের প্রবক্তা। তিনি ১৮৭০ সালে ২২শে এপ্রিল জার শাসিত রাশিয়ার সিমবির্স্ক শহরে জন্মগ্রহণ করেন। পিতা ল্যা নিকোলয়েভিচ্ উলিয়ানভ ও তার মা মারিয়া আলেক্সান্ড্রাভনা উলিয়ানভা। ১৮৮৭ সালে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করে লেনিন কাজান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ছাত্রদের বিপ্লবী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিস্কার করে। ১৮৮৯ সালে তিনি সামারা যান এবং স্থানীয় মার্ক্সবাদী দের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। ১৮৯১ সালে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করে, সামারাতে আইন ব্যবসা শুরু করেন। ১৮৯৭ সালে তাকে পূর্ব সাইবেরিয়ার এক নির্জন স্থানে নির্বাসিত করা হয়। নির্বাসনে থাকাকালীন লেনিন ৩০টি পুস্তক রচনা করেছিলেন। ১৯১৭ সালে বলশেভিকদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় অক্টোবর বিপ্লব, রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র। লেনিন ১৯২৪ সালের ২১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
গ্রন্থসমূহ : রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ, কী করতে হবে?, এক পা আগে দুই পা পিছে, গণতান্ত্রিক বিপ্লবে সোশ্যাল-ডেমোক্রাসির দুই রণকৌশল, বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা, দার্শনিক নোটবই, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়, এপ্রিল থিসিস, রাষ্ট্র ও বিপ্লব, প্রলেতারিয় বিপ্লব ও দলদ্রোহী কাউৎস্কি, কমিউনিজমে 'বামপন্থা'র শিশু রোগ ইত্যাদি।