মহামারি যুগে যুগে
৩১ ডিসেম্বর ২০১৯, মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে থাকে। চীন সরকার বিষয়টি আমলে নিয়ে বিশ্ব স্বাস্থ্য আস্থাকে অবহিত করে। এরপর ৯ জানুয়ারি ওই রাগে প্রথম একজনের মৃত্যু হলে ১১ ফেব্রুয়ারি নতুন এ রোগের ভাইরাস শনাক্ত হয়। এটি মূলত *রোনাভাইরাস পরিবারের এক বিবর্তিত সদস্য। গঠনগত দিক দিয়ে সার্স (SARS)-এর কাছাকাছি হওয়ায় ভাইরাস শ্রেণিবিন্যাসকরণের আন্তর্জাতিক কমিটি (ICTV) ওটির নাম দেয় Severe Acute Respiratory Syndrome Coronavirus-2 (SARS-CoV-2)। ঠিক কীভাবে এবং কোনো প্রাণী থেকে ওই ভাইরাস মানুষে সংক্রমিত হয়েছে নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে করা হচ্ছে, কোনো প্রাণী ওটির উৎস হয়ে থাকবে।
উহান শহরে হুয়ানান সি-ফুড হোলসেল মার্কেটে সামুদ্রিক প্রাণীসহ নানা ধরনের প্রাণী-তিমি, হাঙর, মুরগি, বাদুড়, খরগোশ, বনরুই সাপ ইত্যাদি বেচাকেনা হয়। ওই সব প্রানীর যেকোনোটি, বিশেষ করে বেলুগা জাতীয় তিমিএই ভাইরাস বহন করতে পারে বলে অনেকের ধারনা।.
৩১ ডিসেম্বর ২০১৯, মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে থাকে। চীন সরকার বিষয়টি আমলে নিয়ে বিশ্ব স্বাস্থ্য আস্থাকে অবহিত করে। এরপর ৯ জানুয়ারি ওই রাগে প্রথম একজনের মৃত্যু হলে ১১ ফেব্রুয়ারি নতুন এ রোগের ভাইরাস শনাক্ত হয়। এটি মূলত *রোনাভাইরাস পরিবারের এক বিবর্তিত সদস্য। গঠনগত দিক দিয়ে সার্স (SARS)-এর কাছাকাছি হওয়ায় ভাইরাস শ্রেণিবিন্যাসকরণের আন্তর্জাতিক কমিটি (ICTV) ওটির নাম দেয় Severe Acute Respiratory Syndrome Coronavirus-2 (SARS-CoV-2)। ঠিক কীভাবে এবং কোনো প্রাণী থেকে ওই ভাইরাস মানুষে সংক্রমিত হয়েছে নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে করা হচ্ছে, কোনো প্রাণী ওটির উৎস হয়ে থাকবে। উহান শহরে হুয়ানান সি-ফুড হোলসেল মার্কেটে সামুদ্রিক প্রাণীসহ নানা ধরনের প্রাণী-তিমি, হাঙর, মুরগি, বাদুড়, খরগোশ, বনরুই সাপ ইত্যাদি বেচাকেনা হয়। ওই সব প্রানীর যেকোনোটি, বিশেষ করে বেলুগা জাতীয় তিমিএই ভাইরাস বহন করতে পারে বলে অনেকের ধারনা।.
Writer |
|
Publisher |
|
ISBN |
9789848069875X |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1 St |
First Published |
February 2023 |
Pages |
160 |