শ্রীকান্ত
‘শ্রীকাত্ম’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিতমূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খ- একসাথে লিখেননি। যথাক্রমে ১৯১৭, ১৯২৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খ- লেখা শেষ করেন। “...হাত ছাড়িয়া দিলাম, গাড়ি দূর হইতে দূরে চলিল, গবাড়্গপথে তাহার আনত মুখের ‘পরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার আসিয়া পড়িয়া আবার সম¯ত্ম অন্ধকার মিলাইল। শুধু মনে হইল হাত তুলিয়া সে যেন আমাকে শেষ নমস্কার জানাইল।”
পরিশেষে বলা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকাšত্ম অসাধারণ একটি উপন্যাস। এটি নাটক-সিনেমা রূপ নিলেও, সাহিত্যচর্চার ড়্গেেত্র এটি সকলেরই পাঠ করা প্রয়োজন। কেননা শ্রীকাত্ম পাঠ না করলে শরৎচন্দ্রের বর্ণনাভঙ্গি কোনোভাবেই অনুধান করা যাবে না।
‘শ্রীকাত্ম’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিতমূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খ- একসাথে লিখেননি। যথাক্রমে ১৯১৭, ১৯২৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খ- লেখা শেষ করেন। “...হাত ছাড়িয়া দিলাম, গাড়ি দূর হইতে দূরে চলিল, গবাড়্গপথে তাহার আনত মুখের ‘পরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার আসিয়া পড়িয়া আবার সম¯ত্ম অন্ধকার মিলাইল। শুধু মনে হইল হাত তুলিয়া সে যেন আমাকে শেষ নমস্কার জানাইল।” পরিশেষে বলা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকাšত্ম অসাধারণ একটি উপন্যাস। এটি নাটক-সিনেমা রূপ নিলেও, সাহিত্যচর্চার ড়্গেেত্র এটি সকলেরই পাঠ করা প্রয়োজন। কেননা শ্রীকাত্ম পাঠ না করলে শরৎচন্দ্রের বর্ণনাভঙ্গি কোনোভাবেই অনুধান করা যাবে না।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789843376985 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
416 |