পথের বাঁকে এসে
আদ্যন্ত বর্ণময়, বহুমাত্রিক ও বিতর্কিত চরিত্র। একাধারে গদ্যকার, ঔপন্যাসিক, ক্ষুরধার সাংবাদিক আবার রাজনীতির মানুষও। আর সেজন্যেই তাঁকে ঘিরে বিতর্ক। সাংবাদিক- রাজনীতিক হিসেবে তাঁর জীবনের যাত্রাপথ সাদা কালো অভিজ্ঞতায় আলোড়িত। তাঁর কথায়, '...একসময়ে স্বর্গ নরক, দুয়েরই ঘনিষ্ঠ দর্শক। বিদেশ সফর থেকে জেলজীবন, অদ্ভুত বৈপরীত্যের অনুভব, উপলব্ধি।...' সেইসব অভিজ্ঞতা ও উপলব্ধি সঙ্গে নিয়েই কুণাল সংবাদপত্রে ধারাবাহিকভাবে লিখে চলেছেন স্বাদু গল্পের ঢংয়ে এক অসাধারণ কলাম। যে কলামে এসেছেন রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, এসেছে ভয়ংকর সব ঘটনা, দেশ থেকে বিদেশ, আদিম মর্মান্তিক কুসংস্কার, এসেছেন সাহিত্যিক, কবি, সাংবাদিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনকী বইপাড়া ও খেলার মাঠের অন্দরমহলও...। এইসব রম্য গদ্য 'পথের বাঁকে এসে' বইতে হয়ে উঠেছে সময় ও সমাজের আশ্চর্য আয়না এবং দলিল। কারণ লেখাগুলির মধ্যে যেমন লেখকের মন ছুঁয়ে যাওয়া আবেগ আছে, আছে যুক্তির শাণিত বিশ্লেষণও। আছে নিজের হাসি কান্নার কথাও, কখনও কখনও যা বড়ই স্মৃতিমেদুর। 'পথের বাঁকে এসে' বইয়ের প্রথম খণ্ডের ৫৭টি লেখা শুধু পাঠককে মুগ্ধ করবে না, ছুটিয়েও নিয়ে যাবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।
আদ্যন্ত বর্ণময়, বহুমাত্রিক ও বিতর্কিত চরিত্র। একাধারে গদ্যকার, ঔপন্যাসিক, ক্ষুরধার সাংবাদিক আবার রাজনীতির মানুষও। আর সেজন্যেই তাঁকে ঘিরে বিতর্ক। সাংবাদিক- রাজনীতিক হিসেবে তাঁর জীবনের যাত্রাপথ সাদা কালো অভিজ্ঞতায় আলোড়িত। তাঁর কথায়, '...একসময়ে স্বর্গ নরক, দুয়েরই ঘনিষ্ঠ দর্শক। বিদেশ সফর থেকে জেলজীবন, অদ্ভুত বৈপরীত্যের অনুভব, উপলব্ধি।...' সেইসব অভিজ্ঞতা ও উপলব্ধি সঙ্গে নিয়েই কুণাল সংবাদপত্রে ধারাবাহিকভাবে লিখে চলেছেন স্বাদু গল্পের ঢংয়ে এক অসাধারণ কলাম। যে কলামে এসেছেন রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, এসেছে ভয়ংকর সব ঘটনা, দেশ থেকে বিদেশ, আদিম মর্মান্তিক কুসংস্কার, এসেছেন সাহিত্যিক, কবি, সাংবাদিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনকী বইপাড়া ও খেলার মাঠের অন্দরমহলও...। এইসব রম্য গদ্য 'পথের বাঁকে এসে' বইতে হয়ে উঠেছে সময় ও সমাজের আশ্চর্য আয়না এবং দলিল। কারণ লেখাগুলির মধ্যে যেমন লেখকের মন ছুঁয়ে যাওয়া আবেগ আছে, আছে যুক্তির শাণিত বিশ্লেষণও। আছে নিজের হাসি কান্নার কথাও, কখনও কখনও যা বড়ই স্মৃতিমেদুর। 'পথের বাঁকে এসে' বইয়ের প্রথম খণ্ডের ৫৭টি লেখা শুধু পাঠককে মুগ্ধ করবে না, ছুটিয়েও নিয়ে যাবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।