মোহিতলাল মজুমদার সেরা প্রবন্ধ সম্ভার
রবীন্দ্রোত্তর সাহিত্যপর্বে মোহিতলাল মজুমদার এক বরণীয় এবং স্মরণীয় সাহিত্যকার। কাব্য সাহিত্য ও গদ্য সাহিত্যে তাঁর বিচরণ উপমারহিত। বি.এ. পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা যেমন তাঁর জীবনের চমক জাগানো এক সংবাদ, তেমনি রবীন্দ্রযুগে আবির্ভূত হয়েও তিনি আপন ভুবনের অধিবাসী। এই ভুবন নির্মাণ তাঁকে বিতর্কের কেন্দ্রে অবস্থিত করেছে-যাতে নিন্দা এবং প্রশংসা দুই-ই তাঁর ভূষণ হয়ে দাঁড়িয়েছিল। তাঁর বিরোধিতা করতে গিয়েও তাঁর সমালোচকরা তাঁর প্রশংসা করতে বাধ্য হন। আসলে দুঃসহ স্বতন্ত্রতা তাঁকে বিশিষ্টতা দান করেছিল-যাকে অস্বীকার করতে গেলেই তাঁকে স্বীকার করতে হয়। শনিবারের চিঠির এই নিয়মিত লেখক নানা ছদ্মনামে লিখতেন-সত্যসুন্দর দাস, কৃত্তিবাস ওঝা, চামার খায় আম, সব্যসাচী ইত্যাদি ছিল তাঁর ছদ্মনাম। 'ভারতী' পত্রিকার এক সময়ের লেখক বঙ্কিম-প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন'-এর তৃতীয় পর্যায়ের সম্পাদক ছিলেন। এই গ্রন্থে মোহিতলাল মজুমদারের সকল সেরা প্রবন্ধ সন্নিবিষ্ট করেছেন সম্পাদক।
রবীন্দ্রোত্তর সাহিত্যপর্বে মোহিতলাল মজুমদার এক বরণীয় এবং স্মরণীয় সাহিত্যকার। কাব্য সাহিত্য ও গদ্য সাহিত্যে তাঁর বিচরণ উপমারহিত। বি.এ. পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা যেমন তাঁর জীবনের চমক জাগানো এক সংবাদ, তেমনি রবীন্দ্রযুগে আবির্ভূত হয়েও তিনি আপন ভুবনের অধিবাসী। এই ভুবন নির্মাণ তাঁকে বিতর্কের কেন্দ্রে অবস্থিত করেছে-যাতে নিন্দা এবং প্রশংসা দুই-ই তাঁর ভূষণ হয়ে দাঁড়িয়েছিল। তাঁর বিরোধিতা করতে গিয়েও তাঁর সমালোচকরা তাঁর প্রশংসা করতে বাধ্য হন। আসলে দুঃসহ স্বতন্ত্রতা তাঁকে বিশিষ্টতা দান করেছিল-যাকে অস্বীকার করতে গেলেই তাঁকে স্বীকার করতে হয়। শনিবারের চিঠির এই নিয়মিত লেখক নানা ছদ্মনামে লিখতেন-সত্যসুন্দর দাস, কৃত্তিবাস ওঝা, চামার খায় আম, সব্যসাচী ইত্যাদি ছিল তাঁর ছদ্মনাম। 'ভারতী' পত্রিকার এক সময়ের লেখক বঙ্কিম-প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন'-এর তৃতীয় পর্যায়ের সম্পাদক ছিলেন। এই গ্রন্থে মোহিতলাল মজুমদারের সকল সেরা প্রবন্ধ সন্নিবিষ্ট করেছেন সম্পাদক।
Publisher |
|
ISBN |
9788183744164 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
359 |