নারী সাফল্যের গোপন রহস্য
ইতিহাস বলে, আজ থেকে দু হাজার বছরের বেশি আগে প্রাচীন গ্রিকরা বলত, মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন করলে তাদের আগ্রাসি মনোভাব বজায় থাকে৷ ইটালির অমর ভাস্কর মিকেল অ্যাঞ্জেলোর ধারণা ছিল—নারীসঙ্গের ফলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম ও শক্তি নিয়োগ করা যায় না৷ অ্যারিস্টটল সহ আগের যুগের সকল বিজ্ঞানীর ধারণা ছিল—নারীর বীর্যের কোনো কার্যকারিতা নেই।অপরদিকে বিখ্যাত অনেক লোক মানসিক অবসাদ কমাতে নারীসঙ্গকেই বেছে নিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বেশ কয়েকবার দীর্ঘকালীন মানসিক অবসাদ ও বিষণ্ণতায় আক্রান্ত হন। তিনি এই সমস্যার নাম দিয়েছিলেন ‘ব্ল্যাক ডগ’। এর থেকে বাঁচার জন্য তিনি বেছে নিয়েছিলেন নারীসঙ্গকে। হিটলারও যুদ্ধের কঠিন মুহূর্তে একান্ত সময় কাটাতেন তার বান্ধবী ইভা ব্রাউনের সঙ্গে। স্টিভ জবস যেকোনো বড় মিটিংয়ে যাওয়ার আগে মানসিক প্রশান্তির জন্য নারীসঙ্গকে বেছে নিতেন।
তাহলে ইসলাম কী বলে?
ইতিহাস বলে, আজ থেকে দু হাজার বছরের বেশি আগে প্রাচীন গ্রিকরা বলত, মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন করলে তাদের আগ্রাসি মনোভাব বজায় থাকে৷ ইটালির অমর ভাস্কর মিকেল অ্যাঞ্জেলোর ধারণা ছিল—নারীসঙ্গের ফলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম ও শক্তি নিয়োগ করা যায় না৷ অ্যারিস্টটল সহ আগের যুগের সকল বিজ্ঞানীর ধারণা ছিল—নারীর বীর্যের কোনো কার্যকারিতা নেই।অপরদিকে বিখ্যাত অনেক লোক মানসিক অবসাদ কমাতে নারীসঙ্গকেই বেছে নিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বেশ কয়েকবার দীর্ঘকালীন মানসিক অবসাদ ও বিষণ্ণতায় আক্রান্ত হন। তিনি এই সমস্যার নাম দিয়েছিলেন ‘ব্ল্যাক ডগ’। এর থেকে বাঁচার জন্য তিনি বেছে নিয়েছিলেন নারীসঙ্গকে। হিটলারও যুদ্ধের কঠিন মুহূর্তে একান্ত সময় কাটাতেন তার বান্ধবী ইভা ব্রাউনের সঙ্গে। স্টিভ জবস যেকোনো বড় মিটিংয়ে যাওয়ার আগে মানসিক প্রশান্তির জন্য নারীসঙ্গকে বেছে নিতেন। তাহলে ইসলাম কী বলে?
Writer |
|
Publisher |
|
ISBN |
9786500000009 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Paperback |
Edition |
1st |
First Published |
2024 |
Pages |
128 |