বাঙলাদেশে জুলাই এর গণঅভ্যুত্থান
বদরুদ্দীন উমর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চাকরি ছেড়ে তিনি এলেন সার্বক্ষণিক রাজনীতির পিচ্ছিল পথে। যোগ দিলেন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে (মার্কসবাদী-লেনিনবাদী)। সেখানে বনিবনা হলো না। এরপরও তিনি কমিউনিস্ট রাজনীতি করেছেন। গণতান্ত্রিক অধিকারের দাবিতে নানান সংগঠন ও আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন অনেকগুলো বছর। একই সঙ্গে সভা-সেমিনারে বক্তব্য দিচ্ছেন। লেখালেখি করেছেন দুহাতে। ক্লান্তি তাঁকে স্পর্শ করেনি। বদরুদ্দীন উমর কি কেবল একজন শিক্ষক, লেখক, নাকি রাজনীতিবিদ? একসময় ইউরোপে একটা কথা চালু হয়েছিল—অর্গানিক ইন্টেলেকচুয়াল। এর সরল ব্যাখ্যা হলো—একজন একাডেমিশিয়ান একই সঙ্গে হতে পারেন অ্যাকটিভিস্ট। পণ্ডিতেরা তত্ত্ব দেবেন আর পলিটিশিয়ানরা মাঠে তা প্রয়োগ করবেন, এই সনাতন রীতি এখন অচল। তত্ত্ব ও প্রয়োগের মিথস্ক্রিয়ায় যে অর্গানিক সম্পর্ক তৈরি হয়, তার প্রতিফলন ঘটে দৃষ্টিভঙ্গিতে ও কাজে। বদরুদ্দীন উমরের মধ্যে একজন অর্গানিক ইন্টেলেকচুয়ালকে খুঁজে পাওয়া যায়। এ বইটি লেখা হয়েছে বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। এখানে উঠে এসেছে তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। একই সঙ্গে তিনি দিয়েছেন বাম রাজনীতির একটি সুরতহাল রিপোর্ট।
বদরুদ্দীন উমর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চাকরি ছেড়ে তিনি এলেন সার্বক্ষণিক রাজনীতির পিচ্ছিল পথে। যোগ দিলেন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে (মার্কসবাদী-লেনিনবাদী)। সেখানে বনিবনা হলো না। এরপরও তিনি কমিউনিস্ট রাজনীতি করেছেন। গণতান্ত্রিক অধিকারের দাবিতে নানান সংগঠন ও আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন অনেকগুলো বছর। একই সঙ্গে সভা-সেমিনারে বক্তব্য দিচ্ছেন। লেখালেখি করেছেন দুহাতে। ক্লান্তি তাঁকে স্পর্শ করেনি। বদরুদ্দীন উমর কি কেবল একজন শিক্ষক, লেখক, নাকি রাজনীতিবিদ? একসময় ইউরোপে একটা কথা চালু হয়েছিল—অর্গানিক ইন্টেলেকচুয়াল। এর সরল ব্যাখ্যা হলো—একজন একাডেমিশিয়ান একই সঙ্গে হতে পারেন অ্যাকটিভিস্ট। পণ্ডিতেরা তত্ত্ব দেবেন আর পলিটিশিয়ানরা মাঠে তা প্রয়োগ করবেন, এই সনাতন রীতি এখন অচল। তত্ত্ব ও প্রয়োগের মিথস্ক্রিয়ায় যে অর্গানিক সম্পর্ক তৈরি হয়, তার প্রতিফলন ঘটে দৃষ্টিভঙ্গিতে ও কাজে। বদরুদ্দীন উমরের মধ্যে একজন অর্গানিক ইন্টেলেকচুয়ালকে খুঁজে পাওয়া যায়। এ বইটি লেখা হয়েছে বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। এখানে উঠে এসেছে তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। একই সঙ্গে তিনি দিয়েছেন বাম রাজনীতির একটি সুরতহাল রিপোর্ট।
Writer |
|
Publisher |
|
ISBN |
1028410000006 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1 St |
First Published |
january 2025 |
Pages |
96 |