প্রিয় বান্ধবী
দুই পরিবারের সম্মতিতে আগামীকাল আংটি বদলের তারিখ ঠিক করা হয় । রাফা তা শুনে মন খারাপ করে । কারণ শপিং এর জন্যে সময়টা খুব কমই পেল ও, কিন্তু যিহানের কথা শুনে মনটা অনেক হালকা হয় ওর । যিহান জানায়, আজই কলেজ শেষে রাফাকে নিয়ে বেরুবে ও ৷ রাফা দুপুর দু'টো থেকে রাত দশটা অবধি সময় পাবে শপিং এর । রাফাও ওর প্রস্তাবে রাজি হয়ে যায় ।
কথানুযায়ী শপিং এর জন্যে বের হয় রাফা ও যিহান । তিনটে শপিংমল ঘোরা শেষ হলেও রাফার জামা পছন্দ করা শেষ হয়নি । অর্থ্যাৎ মনের মতো গাউন ও পাচ্ছেই না । সন্ধ্যে পেরিয়ে গেলে মিমি সুপার শপিংমলের একটি দোকান থেকে মনের মতো একটি গাউন পায় রাফা । সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে পাঠায় ইবাদাতকে ।
"উহু! আগে ইবা জানাক কেমন এটি ।”
"ইবা?”
"আমার বেস্ট ফ্রেন্ড । ওর মতামত ছাড়া কেনা সম্ভব না ।"
"ইয়েস! ও যদি বলে আপনাকে ক্যান্সেল করতে তবে আমি সেটাও করতে পারব ।
"এত প্রিয় ও তোমার?"
"প্রিয় বান্ধবী আমার । তাই!"
এই বলে হাসে রাফা । কে জানতো! দুষ্টুমির ছলে বলা কথাটিও সত্যি হতে চলেছে খুব দ্রুত!
দুই পরিবারের সম্মতিতে আগামীকাল আংটি বদলের তারিখ ঠিক করা হয় । রাফা তা শুনে মন খারাপ করে । কারণ শপিং এর জন্যে সময়টা খুব কমই পেল ও, কিন্তু যিহানের কথা শুনে মনটা অনেক হালকা হয় ওর । যিহান জানায়, আজই কলেজ শেষে রাফাকে নিয়ে বেরুবে ও ৷ রাফা দুপুর দু'টো থেকে রাত দশটা অবধি সময় পাবে শপিং এর । রাফাও ওর প্রস্তাবে রাজি হয়ে যায় । কথানুযায়ী শপিং এর জন্যে বের হয় রাফা ও যিহান । তিনটে শপিংমল ঘোরা শেষ হলেও রাফার জামা পছন্দ করা শেষ হয়নি । অর্থ্যাৎ মনের মতো গাউন ও পাচ্ছেই না । সন্ধ্যে পেরিয়ে গেলে মিমি সুপার শপিংমলের একটি দোকান থেকে মনের মতো একটি গাউন পায় রাফা । সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে পাঠায় ইবাদাতকে । "উহু! আগে ইবা জানাক কেমন এটি ।” "ইবা?” "আমার বেস্ট ফ্রেন্ড । ওর মতামত ছাড়া কেনা সম্ভব না ।" "ইয়েস! ও যদি বলে আপনাকে ক্যান্সেল করতে তবে আমি সেটাও করতে পারব । "এত প্রিয় ও তোমার?" "প্রিয় বান্ধবী আমার । তাই!" এই বলে হাসে রাফা । কে জানতো! দুষ্টুমির ছলে বলা কথাটিও সত্যি হতে চলেছে খুব দ্রুত!
Writer |
|
Publisher |
|
ISBN |
1027050000001 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
1st Published, 2024 |
Pages |
228 |