ঘর হতে দুই পা
শুনেছি নীলগিরিতে সূর্যোদয় দেখার মতো। সাড়ে ছ’টায় রুনাকে ডেকে তুললাম সূর্যোদয় দেখতে। রুনা আবার মেয়েকে ডেকে তুলল। আমরা অপেক্ষায় আছি সূর্য ওঠার দৃশ্য দেখতে। একসময় পূর্বাকাশ আস্তে আস্তে লাল আভায় ভরে উঠছে। কটেজের নিচে পাহাড়ি ঢাল নেমে গেছে। দূরের পাহাড় আর নীলগিরি পাহাড়ের মাঝে বিস্তীর্ণ নিচু ভূমি। সেখানে মেঘের স্তর ঘুমিয়ে আছে। তার ওপর হালকা কুয়াশা। মনে হচ্ছে বরফের চাদর। আস্তে আস্তে চারদিক ফরসা হয়ে উঠছে।
হঠাৎ পূর্বাকাশে ডিমের কুসুম রঙা সূর্যের একচিলতে প্রান্ত উঁকি মারল। আমরা সবাই সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। দেখতে দেখতে একটু একটু করে বেরিয়ে আসতে থাকে সূর্য এবং অর্ধেক বের হবার পর বাকি অর্ধেক যেন আরও দ্রুত বের হয়ে এলো। সবমিলিয়ে এক মিনিটও লাগল না। সূর্যের আলো চারদিকে ছিটকে পড়তে থাকল। দুই পাহাড়ের নিচে ঘুমিয়ে থাকা মেঘমালা আরও ধবধবে সাদা রং ধারণ করে হাসিতে ফেটে পড়ল। কটেজের ঢালে বনের ভেতর বন মোরগ একে একে অনেকগুলো কুক্-কুর কু-উ-উ সুরে ডাকতে থাকে। অন্যরকম এক অনুভূতি আমার হৃদয়ে দোলা দিয়ে যায়। রুনা বলল, এমন অবাক করা সূর্যোদয় আমি কখনও দেখি নাই!
শুনেছি নীলগিরিতে সূর্যোদয় দেখার মতো। সাড়ে ছ’টায় রুনাকে ডেকে তুললাম সূর্যোদয় দেখতে। রুনা আবার মেয়েকে ডেকে তুলল। আমরা অপেক্ষায় আছি সূর্য ওঠার দৃশ্য দেখতে। একসময় পূর্বাকাশ আস্তে আস্তে লাল আভায় ভরে উঠছে। কটেজের নিচে পাহাড়ি ঢাল নেমে গেছে। দূরের পাহাড় আর নীলগিরি পাহাড়ের মাঝে বিস্তীর্ণ নিচু ভূমি। সেখানে মেঘের স্তর ঘুমিয়ে আছে। তার ওপর হালকা কুয়াশা। মনে হচ্ছে বরফের চাদর। আস্তে আস্তে চারদিক ফরসা হয়ে উঠছে। হঠাৎ পূর্বাকাশে ডিমের কুসুম রঙা সূর্যের একচিলতে প্রান্ত উঁকি মারল। আমরা সবাই সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। দেখতে দেখতে একটু একটু করে বেরিয়ে আসতে থাকে সূর্য এবং অর্ধেক বের হবার পর বাকি অর্ধেক যেন আরও দ্রুত বের হয়ে এলো। সবমিলিয়ে এক মিনিটও লাগল না। সূর্যের আলো চারদিকে ছিটকে পড়তে থাকল। দুই পাহাড়ের নিচে ঘুমিয়ে থাকা মেঘমালা আরও ধবধবে সাদা রং ধারণ করে হাসিতে ফেটে পড়ল। কটেজের ঢালে বনের ভেতর বন মোরগ একে একে অনেকগুলো কুক্-কুর কু-উ-উ সুরে ডাকতে থাকে। অন্যরকম এক অনুভূতি আমার হৃদয়ে দোলা দিয়ে যায়। রুনা বলল, এমন অবাক করা সূর্যোদয় আমি কখনও দেখি নাই!
Writer |
|
Publisher |
|
ISBN |
1025550000002 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
16 January 2025 |
Pages |
280 |