Filters

বজলুল গনি পাটোয়ারী

বজলুল গনি পাটোয়ারী

বজলুল গনি পাটোয়ারী (অবসরপ্রাপ্ত কর্নেল) জন্ম ১৯৪২ সালে চাঁদপুরে। তিনি ১৯৬৬ সালে পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে চতুর্থ ওয়ার কোর্সে যোগ দেন। প্রশিক্ষণ শেষে একজন পদাতিক অফিসার হিসেবে পাকিস্তানের খাড়িয়ান সেনানিবাসের ৩৩ বালুচ রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি গোপনে পশ্চিম পাকিস্তান ছেড়ে ভারত হয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি তৎকালীন কর্নেল এম এ জি ওসমানীর নির্দেশে একাত্তরের আগস্ট মাসে ‘সিনিয়র টাইগার্স’ নামে পরিচিত প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা (ডি) কোম্পানির নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল যুদ্ধকালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়কের দায়িত্ব পালন। তারপর রণাঙ্গনের সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন সিলেট অঞ্চলে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে সম্মানিত করে।