Filters

ফজলুল পলাশ

ফজলুল পলাশ

ফজলুল পলাশ। কবি, কথাসাহিত্যিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। স্কুলে দেয়াল পত্রিকা দিয়ে সৃজনশীল লেখালেখি শুরু করলেও তা নেশা হয়ে যায় বিশ্ববিদ্যালয় জীবনে। অতিপ্রাকৃত বিষয় তার গল্প লেখার অন্যতম অনুষঙ্গ। ফজলুল পলাশের জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯৮০। বাবা হাবিবুল হক, মা ফিরোজা আখতার। বেড়ে ওঠা গাইবান্ধা জেলার হাট লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর হাইস্কুল থেকে এসএসসি, রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ১লা ২০২১ থেকে ২৩ আগষ্ট ২০২৪ পর্যন্ত অর্থনীতি বিভাগে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। লেখকের প্রকাশিত অন্যান্য বই : একাডেমিক বই : রাজনৈতিক সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও গণমাধ্যম কবিতা : রক্তিম পলাশের দল, গাঙচিল ও আমি অতিপ্রাকৃত ও ভৌতিক গল্প : ভূত, ছায়ামানব, অ্যান্টিক, ফড়িং, হাতঘড়ি, ভূত ভয়ংকর মুক্তিযুদ্ধের উপন্যাস : রুপালি জোছনা অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র বইটি মূলত লেখকের পছন্দের বাছাইকৃত গল্প সংকলন। কবিতা, ছোটগল্প, রম্য লেখার পাশাপাশি জল-তেল রঙ উভয় মাধ্যমে ছবি আঁকা তাঁর শখ।